আতঙ্কে দিন কাটছে মুজনাই নদী পাড়ের বাসিন্দাদের

0
44

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

প্রবল বৃষ্টিতে ভয়ঙ্কর রূপ নিয়েছে ফালাকাটার মুজনাই নদী। নদীর জল বাড়তে থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীর ২ পাড়ের বাসিন্দারা।ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েত ও জটেশ্বর ১ নং ও ২ নং গ্রাম পঞ্চায়েতের মাঝখান দিয়ে বয়ে চলেছে মুজনাই নদী। কয়েক দিনের প্রবল বৃষ্টিতে ভয়ঙ্কর রুপ নিয়েছে মুজনাই। প্রবল বৃষ্টিতে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন আশেপাশের বাসিন্দারা।

flood | newsfront.co
নিজস্ব চিত্র

পাহাড়ে প্রবল বৃষ্টির ফলে সব নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে। একদিকে দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের মধ্য দেওগাঁও, উত্তর দেওগাঁও ,পশ্চিম দেওগাঁও,নব নগর অন্যদিকে জটেশ্বর ১ নং ও জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েতের ধূলাগাঁও,নবনগর, খিরের কোট, গুয়াবাগান কালিবাড়ি এলাকা।

আরও পড়ুনঃ ভারী বৃষ্টিতে হলুদ সংকেত মাথাভাঙার মানসাই নদীতে

river | newsfront.co
নিজস্ব চিত্র

মুজনাই নদীর পার্শ্ববর্তী এই সব এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। এদিকে দেওগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকায় নদী ভাঙনে চলে গিয়েছে অনেক আবাদি জমি। অপর দিকে জটেশ্বর ১ নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ধুলাগাঁওয়ে নদী ভাঙনের ফলে আতঙ্কে ভুগছেন এলাকাবাসীরা।

এলাকাবাসীদের দাবি, দক্ষিণ ধুলাগাওয়ে বাঁধ দেওয়ার ব্যবস্থা করা হোক। এই বিষয়ে ‘জটেশ্বর ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়ে উঠেনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here