জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
বেশ কিছুদিন ধরে প্রবল বৃষ্টি এবং নদীর জল বাড়তে থাকায় জলমগ্ন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা।মুর্শিদাবাদের কান্দি মহকুমার বড়ঞা থানার অন্তর্গত কুয়ে নদী ও লাঙ্গলহাটা বিলের জল ঢুকে প্লাবিত বড়ঞা ব্লকের একাধিক গ্রাম। প্রসঙ্গত লাগাতার বৃষ্টির কারণে ময়ূরাক্ষী ও কানাময়ূরাক্ষী নদীতে জলস্তর বাড়তে থাকায় বেশ কিছু এলাকায় প্লাবনের চিত্র উঠে এসেছে।
শনিবার দুপুর থেকে এলাকায় জল বাড়তে থাকে সুন্দরপুরের বিভিন্ন এলাকায়। রবিবার রাত্রি থেকেই সুন্দরপুর পঞ্চায়েত এলাকার সোনাভারুই, কয়থা, আনন্দনগর, তারাপুর সহ একাধিক গ্রামের শতাধিক বাড়িতে জল ঢুকেছে। এতো বেশি জল ঢুকতে শুরু করেছে যে গ্রামের মূল রাস্তায় জল উঠে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। পাশাপাশি কয়েক হাজার বিঘা ধানের ক্ষেত জকের নিচে চলে যাওয়ায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত এবং বন্যার জলে সাপের উপদ্রব বেড়েছে যার ফলে আতঙ্কে গ্রাম ছাড়তে শুরু করেছে হাজার গ্রামবাসী।
সুন্দরপুরের বাসিন্দা সেখ দুলাল বলেন, “গতকাল রাত থেকে জল এতো বেশি ঢুকতে শুরু করেছে যে, খাবারের দুটো চালও নিয়ে আসতে পারিনি।”
আরও পড়ুনঃ আন্দোলনের জের, আরবি চালু নিয়ে উচ্চশিক্ষা দফতরে ‘রিকিউজিশন’ পাঠাল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়
সবচেয়ে বড়ো সমস্যা গ্রামের প্রধান রাস্তা সড়ক থেকে শুরু করে গোটা গ্রাম বন্যার জলে ঢুকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বেশি আতঙ্কিত এলাকার আট থেকে আশি। যার জেরে চরম বিপন্নতার সঙ্গে দিন কাটাতে হচ্ছে সুন্দরপুর এর বেশ কিছু গ্রামবাসীকে। প্রশাসন সূত্রে খবর বিপদগ্রস্থ গ্রামবাসীদের উদ্ধার করতে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584