নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
একদিকে করোনা সংক্রমণ, অন্যদিকে মহানন্দার জলস্তর বৃদ্ধি। এই দুয়ের জাঁতাকলে পড়ে প্রাণ ওষ্ঠাগত পুরাতন মালদহ এলাকার বাসিন্দাদের। মহানন্দা নদীর জল বাড়ায় পুরাতন মালদহ পুরসভার ৮, ৯ এবং ২০ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন ওই এলাকার বাসিন্দারা।
করোনা পরিস্থিতির মধ্যে বাড়ির আসবাবপত্র সরিয়ে রাস্তার পাশের বাঁধে বা এলাকার স্কুলে মাথা গোঁজার ব্যবস্থা করেছেন প্লাবিত এলাকার শতাধিক বাসিন্দা। যদিও পুরসভা এবং প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় যেখানে মহানন্দা নদীর জল ঢুকে পড়েছে, সেগুলি অসংরক্ষিত এলাকা। সেখানকার শতাধিক বাসিন্দারা সমস্যায় পড়েছেন। পুরাতন মালদহ পুরসভার পক্ষ থেকে বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের জন্য সরকারিভাবে ত্রাণ সামগ্রী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ আত্রেয়ীর জলে গৃহহীন বালুরঘাটের গোপালন কলোনি
পুরাতন মালদহ পুরসভা সূত্রে খবর, ৮ নম্বর ওয়ার্ডের হালদার পাড়ার নীচু অংশ, ৯ নম্বর ওয়ার্ডের স্কুলপাড়ার নীচু অংশ এবং ২০ নম্বর ওয়ার্ডের মির্জাপুর এলাকার নীচু অংশে মহানন্দা নদীর জল ঢুকে প্লাবিত হয়েছে। ওই এলাকাগুলি অসংরক্ষিত হলেও সেখানে জনবসতি গড়ে উঠেছে। বাড়িতে জল ঢুকে পড়ায় এলাকার বাসিন্দারা বাড়ির আসবাবপত্র সরিয়ে অন্যত্র আশ্রয় নেওয়ার ব্যবস্থা করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584