রূপনারায়ন নদীর বাঁধ ভেঙে জল ঢুকছে তমলুক শহরে

0
105

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

এ যেন গোদের উপর বিষফোঁড়া।একদিকে সামুদ্রিক ঘুর্ণিঝড় ইয়াসের দাপট তার উপর ভরা কোটালের জোড়া ধাক্কা। প্লাবিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার রূপনারায়ন নদীতীরবর্তী এলাকাগুলি। তমলুকের রুপনারায়ন নদীর বাঁধ ভেঙ্গে যাওয়ার ফলে নদী সংলগ্ন তাম্রলিপ্ত পৌরসভার ১৪, ১৮, ১নং ওয়ার্ড জলে প্লাবিত।

waterfall | newsfront.co
জলস্রোত। নিজস্ব চিত্র
flood | newsfront.co
জলমগ্ন এলাকা। নিজস্ব চিত্র
temple | newsfront.co
নিজস্ব চিত্র

এর আগে তমলুক শহরের মানুষ এমনটা কোনোদিন দেখেননি। তিন থেকে চার ফুট জল উঠছে নদী বাঁধের উপর। আজ সকাল থেকেই চলছে টানা বৃষ্টি। রাতে বাড়বে নদীতে জলের চাপ। ঝড়ের ভয়ঙ্কর রূপ তেমন দেখা না গেলেও তমলুক শহরের মানুষ এখন চিন্তায় রয়েছে এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে।

tamluk | newsfront.co
নিজস্ব চিত্র
yass | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ‘ইয়াস’-এর প্রভাবে পুরুলিয়ায় জারি অতি ভারী বৃষ্টির সতর্কতা, তৎপর প্রশাসন

তমলুক শহরের রূপনারায়ন নদীর তীরবর্তী অঞ্চলের মানুষ চিন্তাগ্রস্ত। মানুষের পাশে থেকে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটি ও তাম্রলিপ্ত পৌরসভার প্রশাসকগণ।সকাল থেকেই ইয়াস ঘূর্ণিঝড়ের মোকাবিলায় পথে নেমেছেন তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি চঞ্চল কুমার খাঁড়া , চন্দন দে, সুজিত প্রধান, চন্দন ঘোড়ই সহ আরও অনেকে।

আরও পড়ুনঃ ‘যশ’-এর মোকাবিলায় তাম্রলিপ্ত পৌরসভার উদ্যোগে রূপনারায়ন তীরবর্তী এলাকায় প্রস্তুতি

বিপর্যস্ত মানুষদের থাকার জন্য তাম্রলিপ্ত মহাবিদ্যালয় ও তমলুকের হ্যামিল্টন হাইস্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অঞ্চলের মানুষদেরও থাকার জন্য নির্দিষ্ট ব্যবস্থা করা হয়েছে। সরকার ও স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে চলছে ত্রাণ ও খাদ্যের ব্যবস্থা। প্রশাসনের তরফে চলছে উদ্ধার কাজ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here