বন্যার জলে প্লাবিত জলঙ্গির সিতানগর গ্রামের একাংশ

0
184

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

বন্যার জলে প্লাবিত গ্রামের একাংশ। খাওয়া-দাওয়া থেকে শুরু করে বাচ্চা নিয়ে চরম দুর্ভোগে সিতানগর গ্রামের মানুষ। জানা যায়, মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের সাগরপাড়া থানার সাহেবনগর অঞ্চলের সিতানগর ২০ নং গ্রামের প্রায় একাংশ বন্যার জলে প্লাবিত হয়ে গেছে।

Sagarpara Flood
বন্যার জলে প্লাবিত বাড়ি। নিজস্ব চিত্র

গ্রামবাসীরা জানিয়েছেন, বন্যার জল উঠে বাড়িঘর ডুবে যাওয়ায় বাচ্চাদের নিয়ে থাকতে খুবই অসুবিধা হচ্ছে, খাওয়া-দাওয়ারও কোনো ব্যবস্থা নেই। সরকারের কাছে সাহায্যের আবেদনও জানিয়েছেন তারা।

Flood
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জলঙ্গির সীমান্তবর্তী এলাকায় বিএসএফের সহযোগিতায় প্রাণে বাঁচল এক মহিলা

স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান তামান্না ইয়াসমিন জানিয়েছেন, আমরা অসহায় পরিবারের পাশে আছি সব সময়।তিনি আরো জানান যে, যাদের ঘর ডুবে গিয়েছে তাদেরকে সিতানগর স্কুলের শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে।

Tamanna Iyasmin
সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান তামান্না ইয়াসমিন। নিজস্ব চিত্র

বিধায়ক আব্দুর রাজ্জাক ও যুব সভাপতি সালাউদ্দিন সরকার লিটন পরিদর্শন করে সব রকম সাহায্যের আশ্বাসও দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here