উমার ফারুক,নিউজ ফ্রন্ট,হরিশ্চন্দ্রপুর,৭অক্টোবর:
মালদা জেলার বন্যা কবলিত এলাকার মধ্যে অন্যতম হরিশ্চন্দ্রপুর।আবার স্বেচ্ছাসেবি সংস্থা তাঁতিবাগ বায়তুল মাল সোসাইটির উদ্দ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।সোসাইটির পক্ষে শিরিষবোনা লাইব্রেরী এই ত্রাণ তুলে দেয় বন্যাদুর্গত ১৩৮টি পরিবারের মধ্যে নগদ একহাজার, পাঁচশো ও চারশো টাকা করে।হরিশ্চন্দ্রপুর২ব্লকের জগন্নাথ পুর,ঢেকুল,তালগাছি, কমলাবাড়ি,হরদমনগর সহ অন্যান্য গ্রামের বন্যা পীড়িত প্রতিবন্ধী অসহায় মানুষদের নগদ অর্থ সহায়তা করা হয়।দেওয়ান আব্দুল গনি কলেজের অধ্যাপক ড. মহম্মদ ইসমাইলের নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যে সহায়তা করেন অধ্যাপক মর্তুজা আহমেদ, গবেষক ওয়াসিম রেজা,মোখলেসুর রহমান, মেডিক্যাল পড়ুয়া রহমতুল্লাহ,শিক্ষক শহীদুল্লাহ,আবদুল খালেক প্রমুখ।ভালুকা গ্রাম পঞ্চায়েতের প্রধান ওবাইদুর রহমান এই উদ্যোগ কে সাধুবাদ জানান ও নিজে উপস্থিত থেকে সহযোগিতা করেন।এলাকার বাসিন্দা মেরাতুন বেওয়া,সুকুমার রবিদাস,খুলাহা রবিদাস প্রমুখ এই উদ্যোগ কে স্বাগত জানিয়ে বলেন-এই অর্থ সাহায্য পেয়ে আমরা খুবই আনন্দিত।জলবন্দি অবস্থায় এই শিরিষবোনা লাইব্রেরী প্রচেষ্টায় ত্রাণ সামগ্রী পেয়েছি।
অন্যদিকে গতকাল হরিশ্চন্দ্রপুরের মালিওর ১গ্রাম পঞ্চায়েতের কাটামনি,বাঁধপাড়া সহ অন্যান্য গ্রামে ত্রাণ বিতরণ করা হয়।সারা ভারত ফরওয়ার্ড ব্লকের মালদা জেলা কমিটির উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়।বন্যা দুর্গত ৭০টি পরিবার কে চাল,আলু এবং বিধবা দের শাড়ি ও বাচ্চা দের নতুন পোশাক তুলে দেওয়া হয়।দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য রফিকুল আলম জানান-ত্রাণ বিতরণের সঙ্গে সঙ্গে এই এলাকায় একটি মেডিক্যাল ক্যাম্পের ও আয়োজন করা হয়।
বন্যা কবলিত হড়কাবাথান, কাটামনি, বালুয়াঘাট, রামপুর প্রভৃতি গ্রামের ৪৫০জন রোগীর বিনামূল্যে চিকিৎসা করা হয়।উক্ত মেডিক্যাল ক্যাম্পে ঔষধ সরবরাহ করেন ডাঃ মহম্মদ আদিল,উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর হাসপাতালের বি.এম.ও.এইচ.ছোটন মন্ডল।এান বিতরণ ও মেডিক্যাল ক্যাম্পে সহায়তা করেন- হরিশ্চন্দ্রপুর ২ব্লকের পাটির এল.সি.এস ধীরাজ ঘোষ,জেলা কমিটির সদস্য মহম্মদ জাহাঙ্গীর আলম,সেরাজুল হক,যুব লীগের আবদুর রশিদ,আজমল হক,ডিওয়াইএফআই এর মামুন সুলতান, মিজানুর রহমান,আনন্দ মন্ডল,হুমায়ন কবির,মহ:ইসমাইল সহ স্থানীয় লোকজন।আমিরুন বেওয়া,মুহকি বেওয়া,মঞ্জিলা বেওয়া,আবদুর রহমান,আবদুল মজিদ প্রমুখ বন্যাদুর্গত মানুষরা ত্রাণ পেয়ে অত্যন্ত খুশি,তাদের মতে বন্যায় সর্বস্ব হারিয়ে আমরা পরমুখাপেক্ষী তাই ত্রাণ সামগ্রী পেলে আমাদের অন্নের সংস্থান হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584