উমার ফারুক,নিউজফ্রন্ট,হরিশচন্দ্রপুর,২৪সেপ্টেম্বর:
মালদা জেলার হরিশচন্দ্র পুরের বন্যা কবলিত ৯ টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৬৫টি গ্রামে এদিন ত্রাণ বিতরণ করা হয়।মূলত অসহায় অনাথ,বিধবা,দুঃস্থ,ভিক্ষুক নিঃস্ব পরিবারের মধ্যে এই ত্রাণ দেওয়া হয় আলিয়া বিশ্ব বিদ্যালয়ের এনএসএস টিমের উদ্যোগে।
বিভিন্ন গ্রামে সমীক্ষা করে এই দুঃস্থ পরিবার গুলির তালিকা তৈরি করেন দেওয়ান আবদুল গনি কলেজের অধ্যাপক ড.মহম্মদ ইসমাইল।যাতে সত্যিকারের ক্ষতিগ্রস্ত পরিবারের হাতেই ত্রাণ পৌঁছনো যায়।
ত্রাণ বিতরণে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের এনএসএস এর দায়িত্ব প্রাপ্ত ভুগোল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.মহম্মদ মুস্তাকিম ও গবেষক জুমাফুদ্দিন শেখ,ছাত্র এনায়েত আহমেদ ও এনএস এস ইউনিটের ২৬ ছাত্র।সহায়তা করেন আইনজীবী সাঈদ আনিস,শিক্ষক মাহতাবউদ্দিন,শহীদুল্লাহ প্রমুখ।অধ্যাপক ড.মহম্মদ মুস্তাকিম জানান-আমরা দুই হাজার পরিবার কে ২কেজি চাল,আলু,১কেজি ডাল, লবণ, আটা,বিছানার চাদর,লুঙ্গি,শাড়ি এবং প্রয়োজনীয় ঔষধপত্র ত্রাণ সামগ্রী হিসেবে প্রদান করি।
গবেষক জুমাফুদ্দিন শেখ জানান-আমাদের এনএসএস ইউনিট দীর্ঘ একমাস ধরে অক্লান্ত পরিশ্রম করে রাজপথে এবং বিভিন্ন ব্যক্তির কাছে ত্রাণ ও টাকা সংগ্রহ করে মতিলাল,আলমগঞ্জ,বালাপাথার,লতাসী,টিকরামপুর,উদয়পুর,দেগুন,জগন্নাথ পুর,সিরিশবোনা,ভৈরবপুর,কমলা বারি, তালগাছি,তালবাংরুয়া,হরদমনগর,টাংটাঘাট,বোরনাহি, ফতেপুর ৬৫টিগ্রামে ত্রাণ দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584