শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
বালুরঘাট পৌরসভার বেশ কিছু এলাকায় সদ্য বসানো পাইপ লাইন থেকে জল বেরিয়ে জলমগ্ন শহরের একাংশ।হঠাৎ করে জল বেরতে থাকায় আতঙ্কিত শহরবাসী।যদিও সদর মহকুমাশাসক ঈশা মুখার্জি জানান, পাইপ লাইনে জল টেস্টিং করা হচ্ছে।আজ টেস্টিং করা হবে তা নিয়ে আগে থেকেই শহরে মাইকিং করা হয়েছে।
২০১১ সাল অর্থাৎ বাম আমলে বালুরঘাট শহরের প্রত্যেক বাড়ি বাড়ি জল দেওয়ার পরিকল্পনা নেয়।সেই সময় ৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়। ২০১৩ সালে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। সেই প্রকল্পের কাজ ৭ বছর পরেও শেষ হয়নি। ইতিমধ্যে কাজের জন্য বরাদ্দ ৭৪ কোটি পার হয়ে গেছে।বেশ কয়েকবার জল দেওয়ার কথা ঘোষণা করা হলেও তা হয়নি।এমনকি বেশ কয়েকবার উদ্ধোধন করার কথা থাকলেও তা হয়নি।দীর্ঘ দিন পর অবশেষে দিন তিনেক থেকে শহরে মাইকিং করা হচ্ছে নতুন পাইপ লাইনে জল ছেড়ে টেস্টিং করা হবে।সঙ্গে পৌরসভার পক্ষ থেকে বাড়ি বাড়ি জলের জন্য আবেদন করার আবেদন করা কথা জানানো হয়।এরই মধ্যে এদিন শহরের বিভিন্ন এলাকা থেকে জল বেরতে থাকে।
কোথাও রাস্তার মাঝে আবার কোথাও রাস্তার পাশে।হঠাৎ করে জল বেরতে দেখে আতঙ্কিত হয়ে পরে এলাকাবাসী।এদিকে জল বেরিয়ে জলমগ্ন হয়ে পরে গোটা এলাকা।
আরও পড়ুনঃ বন্যপ্রাণীদের নিরাপত্তা দেওয়ার আহ্বান বনমন্ত্রীর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584