বাঁধ ভাঙা নোনা জল সাথে তিতলির বর্ষনে প্লাবিত সুন্দরবন

0
77

শান্তনু পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

প্রবল বর্ষনে ভাঙা বাঁধের নোনা জলে প্লাবিত হয়েছে দক্ষিন সুন্দরবনের প্রত্যন্ত এলাকা।ঘর ছাড়া ৩০-৩৫ টি পরিবার।নামখানা ব্লকের পুরাতন বাজারের ১৭৩ নং বুথের ঘটনা। অভিযোগ এক দিকে বর্ষার জমাজল আর অন্যদিকে দুদিনের তিতলি ঘূর্নিঝড়ের প্রভাবে জলমগ্ন গোটা এলাকা।আশঙ্কায় দিন গুনছেন অনেকে।কোথাও এক হাঁটু জমা জল আবার কোথাও তারও বেশি জলে জলমগ্ন।

নিজস্ব চিত্র

পূজার মুখে সমস্যায় নামখানা এলাকাবাসি।প্রাকৃতিক দুর্যোগ আজও পিছু ছাড়েনি নামখানার পুরাতন বাজার এলাকায়।উত্তরে হাতানিয়া দোয়ানিয়ানদী। দক্ষিনে পুরাতন বাজারে থাকা শতাধিক পরিবার।জমাজলে নিকাশি না থাকায় সমস্যায় পরেছেন প্রবীন থেকে নবীনেরা।গৃহস্থের বাড়ির আনাচে কানাচে।পানীয় জলের অভাব রয়েছে।বাম আমল থেকে চলে আসা ২০১১ সালের পালাবদলের পর ড্রেনেজ ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেয় বর্তমান সরকার।২০১৪ সালে ৫ লক্ষ টাকা ঘোষনা হলেও,আজও মেলেনি কংক্রিটের ড্রেনেজ ব্যবস্থা,ফলে হাতানিয়া দোয়ানিয়ার ভাঙা বাঁধ আর বৃষ্টির জমা জলে জলমগ্ন হয়ে পরে এলাকা।বাসিন্দাদের অভিযোগ স্থানিয় প্রশাসনের গাফিলতির এই দুরাবস্থা। বাসিন্দাদের দাবি অবিলম্বে সমস্যা সমাধান করুক প্রশাসন।নতুন করে হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর নির্মান করা হোক সুলিস গেট।পূজার পর কাজ করার আশ্বাস সদস্য অরুন কুমার জানার,যদিও তৃনমূলের এমন কাজে সন্তুষ্টো নন সদস্য অরূন বাবু, যদি কাজ না হয় তাহলে এলাকাবাসিদের নিয়ে আন্দলনের পথে হাঁটবেন বলে জানা গেল।

আরও পড়ুনঃ নর্দমায় থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here