বন্যা পরিস্থিতি বারবিশায়

0
35

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

flooding situation at barbisha | newsfront.co
নিজস্ব চিত্র

প্রবল বৃষ্টির জেরে বন্যার পরিস্থিতি বারবিশায়। সোমবার রাতের ভারি বৃষ্টিতে বারবিশার বালাটারি, নিউটাউন, মিলনপল্লি, বারবিশা বটতলা, পুলিশ ফাঁড়ি,তিনবাত্তি মোড়, বারবিশা চেকপোষ্ট,বারবিশা লস্করপাড়া এলাকায় বন্যার পরিস্থিতি তৈরি হয়।

flooding situation at barbisha | newsfront.co
নিজস্ব চিত্র

কিছু কিছু জায়গায় জলমগ্ন হয়ে থাকে।এদিন বারবিশার পুলিশক্যাম্পে ব্যাপক জল জমতে দেখা গিয়েছে এছাড়াও কুমারগ্রাম-জোড়াই রাজ্য সড়কের তিনবাত্তি মোড়ের প্রায় ১০০ মিটার রাস্তা জলমগ্ন থাকে অপরদিকে বারবিশা ক্লাবের সামনে জলমগ্ন হয়ে থাকে এতে এলাকার মানুষের সমস্যার সম্মুখীন হতে হয় প্রসূতিদের নিশ্চয় যান অম্বুলেন্স-সহ বিভিন্ন গাড়ি সমস্যায় পড়ে। অন্যদিকে ভল্কা-বারবিশা ২নং গ্রামপঞ্চায়েতের মাঝেরডাবরি, বারুইপাড়া এলাকার জল জমতে দেখা যায়।

notan das | newsfront.co
নোটন দাস, স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র
flooding situation at barbisha | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত উত্তর-পূর্ব সীমান্ত রেল পরিষেবা

flooding situation at barbisha | newsfront.co
নিজস্ব চিত্র

অন্যদিকে কামাখ্যাগুড়ির স্বাস্থ্যকেন্দ্র সহ কামাখ্যাগুড়ি হাই স্কুল বিভিন্ন এলাকায় বন্যার পরিস্থিতি তৈরি হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here