নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বুধবার মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়ায় ছট পূজা উপলক্ষ্য দুঃস্থ পূজারীদের মধ্যে পৃথক ভাবে ছট পূজার সামগ্রী বিতরণ করল ভারতীয় জনতা ট্রেড ইউনিয়ন এবং বীরপাড়া ‘ফোর স্টার চ্যাম্পস’ গ্রুপ।
এ দিন বীরপাড়া বিজেপির কার্যালয়ে ৮০ জন দুঃস্থদের মধ্যে গম, নারিকেল ইত্যাদি বিলি করা হয়। মজদুর ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক সুরেশ শা এবং জেলা সহ-সভানেত্রী দেবীকা গুহ যৌথ ভাবে বলেন, দুঃস্থ পূজারীরা যাতে অনান্যদের মতো পূজায় অংশ নিতে পারে, সে দিকে লক্ষ্য রেখেই প্রতি বছরের মতো এ বছরও ছট পুজো উপলক্ষ্য দুঃস্থ পূজারীদের মধ্যে পূজার সামগ্রী বিলি করা হল।
আরও পড়ুনঃ ছট পূজা উপলক্ষে ফলমূল বিতরণ
অপর দিকে বীরপাড়া ‘ফোর স্টার চ্যাম্পস’-র উদ্যোগে শাড়ি, গম, নারিকেল ইত্যাদি ছট পূজার সামগ্রী হিসেবে ৫০ জন দুঃস্থ পূজারীদের হাতে তুলে দেওয়া হয়।
সামগ্রীগুলি পূজারীদের হাতে তুলে দেন বিধায়ক মনোজ টিগগা এবং ‘ফোর স্টার চ্যাম্পস’ এর অনান্য সদস্যরা। ফোর চ্যাম্পস এর অন্যতম সদস্য বিজয় শা জানান, প্রতি বছরের মতো এ বছরও দুঃস্থ পূজারীদের পাশে দাঁড়াতে পেরে তারা খুশি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584