সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
সুন্দরবনের নোনা মাটির দেশে ম্যানগ্রোভ ভরা অরন্য ভুমিতে বাস সুন্দরবনবাসীর।অভাব অনটন নিত্যসঙ্গী এই দ্বীপবাসীদের সঙ্গে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ আর হিংস্র যন্তুদের সঙ্গে বাস। প্রতিদিন লড়াই করে বাঁচতে হয়।সুখ সাচ্ছন্দতা ফিরিয়ে আনতে মেলা শুরু করে সুন্দরবনের মানুষেরা।
পবিত্রতা নির্মলতা নিয়ে বাঁচতে ফুল মেলা নিয়ে মেতে থাকেন দক্ষিন সুন্দরবনের প্রবীন থেকে নবীনেরা।কাকদ্বীপ ব্লকে অ্যাগ্রি হটিকালচার সোসাইটির উদ্যোগে শুরু হয় ফুল মেলা।একদিকে শীতের আমেজ অন্যদিকে ফুলের প্রতি আর্কর্ষন বাড়াতে উদ্যোগ নেন সোসাইটির ৩৫০ জন সদস্য।২৭ বছর ধরে করা হচ্ছে কাকদ্বীপ ফুল মেলা।
স্বামী বিবেকানন্দ গ্রামপঞ্চায়েতের বিবেকময়দানে শুরু ফুলমেলায় সন্ধায় ভির জমান আট থেকে আশি সবাই। মেলায় দেওয়া হয়েছে ফুলের উপর ৫৭টা স্টল । দেশি বিদেশী ফুল দর্শনার্থিদের সামনে তুলে ধরা হয়েছে।
ডালিয়া,চন্দ্রমল্লিকা,গাঁদা,গোলাপের মতোন ফুল তুলে ধরা হয়েছে যেমন,তেমনি ক্যাকটাস জাতীয় গাছ রাখা হয়েছে মেলার স্টল গুলিতে।মেলা ঘিরে রয়েছে প্রবীন নবীনদের বিকিকিনির ব্যস্ততা।নানান রকম খাওয়া দাওয়াই ব্যস্ত অনেকে।জানুয়ারীর প্রথম সপ্তাহ থেকে শুরু হয় ফুল মেলা।১১ টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে স্বামী বিবেকানন্দ ,ঋষি বঙ্কিমচন্দ্র ও প্রতাপাদিত্য গ্রামপঞ্চায়েত সহযোগিতার হাত বাড়ান।বাকিটা চলে সোসাইটির উপর।৫৫ টা স্টলের মধ্যে বিচার বিবেচনায় পুরস্কারের আয়োজন করা হয়।মেলা ঘিরে রয়েছে লোকসংস্কৃতির অনুষ্ঠান।মেলার কটা দিন আনন্দে মেতে থাকেন দক্ষিন সুন্দরবনের আবাল বৃদ্ধ বনিতা।
আরও পড়ুনঃ মোহনপুর ব্লকে শুরু স্ট্রবেরি চাষ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584