শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
বালুরঘাট পৌরসভার উদ্যোগে আজ থেকে শুরু হল ৩৩ তম বর্ষ ফুলমেলা। এই ফুলমেলার উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য শংকর চক্রবর্তী, বালুরঘাট পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারপার্সন বিশ্বরঞ্জন মুখার্জি-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

এই ফুলমেলা চলবে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত। এই ফুলমেলা উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন দেশ বিদেশের ফুলের সাথে বাড়ির টবে তৈরি বিভিন্ন ফল ও সবজিরও প্রতিযোগিতাও হয়।

আরও পড়ুনঃ ভাঙড় বইমেলার উদ্বোধন
এই ফুলমেলা উপলক্ষে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। জানা গেছে, ফুলমেলা উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে প্রত্যেকদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। প্রতি বছরের মতো এ বছরও ফুলমেলা উপলক্ষে বালুরঘাট উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584