মালদহে ৪৩ তম পুষ্প প্রদর্শনীর সূচনা

0
37

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

 

শনিবার থেকে শুরু হল ৪৩ তম মালদহ জেলা পুষ্প প্রদর্শনী। মালদহ হর্টিকালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মালদহ শহরের শুভঙ্কর শিশু উদ্যানের বোটিং কমপ্লেক্সে পাঁচ দিন ব্যাপী চলবে এই ফুল মেলা। এদিন বিকেলে পুষ্প প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন বিধায়ক তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ।

flower exhibition | newsfront.co
সূচনা। নিজস্ব চিত্র

বিভিন্ন প্রজাতির ফুল, ফল সবজি দেখতে ভিড় জমায় জেলার ফুল প্রেমী মানুষ।এবার পুষ্প প্রদর্শনীতে ১১৭ জন প্রতিযোগী অংশগ্রহন করেছে। মোট ১১৪৭ টি টব প্রতিযোগিতায় অংশগ্রহন করে। পুষ্প প্রদর্শনী উপলক্ষে রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

flowers| newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃএনআরসি-সিএএ’র  প্রতিবাদে কোচবিহারে অবস্থান বিক্ষোভ

এই বিষয়ে মালদহ হর্টিকালচার অ্যাসোসিয়শনের সম্পাদক মলয় সাহা জানান, অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন হল ৪৩ তম মালদা জেলা পুষ্প প্রদর্শনীর। আগামি ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। বিভিন্ন প্রজাতির ফুল, ফল, গাছ ও সবজির টব এসেছে। প্রতিটি টবের গাছ আকর্ষণীয় । এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here