নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ফুলের লড়াই কোচবিহারে

0
18

মনিরুল হক, কোচবিহারঃ

কোচবিহারেও নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি নিয়ে সম্মুখ সমরে পদ্ম ও ঘাস ফুল। এ যেন দুই ফুলের লড়াই। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ইতিমধ্যেই গোটা রাজ্যজুড়ে প্রচার আন্দোলনে নেমেছে তৃণমূল। আগামী ৭ই জানুয়ারি কোচবিহার শহরে এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে মিছিল সংগঠিত করবে তৃণমূল কংগ্রেস। এই মিছিলে নেতৃত্ব দেবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এই কর্মসূচিকে সফল করতে কোচবিহার জেলা তৃণমূলের নেতা নেত্রীরা প্রচার শুরু করেছেন। এইদিন দলের জেলা কার্যালয়ে প্রস্তুতি সভা হয়। এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি পার্থপ্রতিম রায়, কোচবিহার পুরসভার পুরপতি ভূষণ সিং, জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিষ্ণুব্রত বর্মন, তৃণমূল নেতা নিরঞ্জন দত্ত।

প্রস্তুতি সভা। নিজস্ব চিত্র

এবিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, কেন্দ্রীয় সরকার দেশজুড়ে যে কালাকানুন জারী করতে চাইছে, তার বিরুদ্ধে প্রথম থেকে সরব হয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কোনভাবে এনআরসি ও সিএএ হতে দেব না। এই আইনের বিরুদ্ধে মঙ্গলবার কোচবিহার রাজপথে প্রতিবাদ জানাবে তৃণমূল কর্মীরা, যাতে অংশ নেবে আমাদের দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।

নিজস্ব চিত্র

অন্যদিকে, পাল্টা নাগরিকত্ব সংশোধনী আইন পক্ষে মানুষকে সচেতন করতে ময়দানে নেমছে বিজেপি। ইতিমধ্যে কোচবিহার শহরে নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে মিছিল সংগঠিত করে বিজেপি। সেই মিছিলে অংশগ্রহকারীদের সংখ্যা ছিল চোখে পড়ার মত। রবিবার জনসম্পর্ক অভিযান শুরু করে বিজেপি কর্মীরা নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে প্রচার চালাবার কর্মসূচি গ্রহণ করে। এই উপলক্ষে এই দিন কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে এই কর্মসূচির সূচনা করেন ভারতীয় জনতা পার্টির কোচবিহার জেলা সভানেত্রী মালতী রাভা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here