নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বৃষ্টিতে বন্ধ ছাত্র-ছাত্রীদের জন্য মিড ডে মিল,সমস্যায় ছাত্র-ছাত্রী।ঘটনা ফালাকাটার ২ নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব চুয়াখোলা প্রাথমিক বিদ্যালয়ে গত তিনদিন থেকে বন্ধ মিড ডে মিলের রান্না।
জানা গেছে, চলতি বছরের ১৪ এপ্রিল ঝড়ে উড়ে যায় মিড ডে মিলের জন্য ব্যবহৃত রান্নাঘরের চাল।এরপর থেকে খোলা আকাশের নিচে রান্না হচ্ছে শিশুদের খাওয়ার।রান্না ঘরের চাল না থাকার ফলে গত তিন দিনের মুষল ধারের বৃষ্টির জন্য রান্নার ঘরে জল পরে ভরে থাকার জন্য বন্ধ মিড ডে মিলের রান্না।
সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন ধর বলেন,”গত এপ্রিল মাসের ১৪ তারিখের ঝড় হয়।সেই ঝড়েই বিদ্যালয়ের মিড-ডে মিলের জন্য ব্যবহৃত রান্নাঘরের চাল ঝরে উড়ে যায়।ঘটনার পরের দিনই বিডিও অফিস ও এস আই (স্কুল) কে জানালে বিডিও অফিস থেকে একটি টিরপল দেয় সেটি টাঙ্গিয়ে এতদিন চলছিল রান্না। কিন্তু গত তিন দিনের টানা বৃষ্টির জন্য ঘরে জল পরে ভেসে যায় এর জন্য বন্ধ রান্না। বৃষ্টিতে কি ভাবে রান্না করবে। দ্রুত সারাইয়ের জন্য আবেদন করেছি ।”
এ বিষয়ে অবর বিদ্যালয় পরিদর্শক রাজা ভৌমিক বলেন,” মিড-ডে মিল বন্ধ আছে সেটা আমাকে অফিসিয়ালি জানায়নি। এরকম হলে একটি ক্লাস রুমে ও রান্না করা যেতে পারে।মিড ডে মিল বন্ধ করা যাবে না।”
আরও পড়ুনঃ গ্রামবাসীদের বিক্ষোভে বন্ধ গড়বেতায় পাওয়ার গ্রিডের কাজ
এ বিষয়ে ফালাকাটার বিডিও সুপ্রতিক মজুমদার বলেন, “প্রধান শিক্ষক আনাকে জানানো মাত্রই ট্রিপল ব্যাবস্থা করে দিয়েছি।কিচেন শেড অনুমোদন হয়ে গেছে।বৃষ্টি কমলেই কাজ শুরু হবে।এর মধ্যে মিড-ডে মিল রান্নার কোন অসুবিধে হলে আমাকে জানালে জরুরি ভিত্তিতে ব্যাবস্থা করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584