নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
ফ্লাইং স্কোয়াডের গাড়ির শুভ সূচনা করলেন জেলা পুলিশ সুপার ও জেলাশাসক। রবিবার বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দান থেকে নির্বাচনী ফ্ল্যাগ দেখিয়ে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে ফ্লাইং স্কোয়াডের গাড়ির শুভ সূচনা করেন।

জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী জানিয়েছেন, গোটা জেলায় মোট ৭৯ টি ফ্লাইং স্কোয়াড গাড়ি দেওয়া হয়েছে। প্রতিটি বিধানসভা এলাকায় ৩ টি করে গাড়ির ব্যবস্থা রাখা হয়েছে।


তিনি জানিয়েছেন, নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হয়ে যায়। তাই জেলার নির্বাচনী সংক্রান্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তি করার জন্য তাদের এই গাড়ি গুলি ব্যবহার করা হবে। মুর্শিদাবাদ পুলিশ জেলার ৪ টি সাবডিভিশনে আজ থেকেই এই পরিষেবা চালু হল।
আরও পড়ুনঃ দলীয় নেতৃত্বদের সহযোগিতায় ঘরে ফিরল সিপিএমের যুব কর্মী দীপক পাঁজা
জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার জানিয়েছেন, প্রতিটি থানা এলাকায় তাদের এই জিপিএস সিস্টেম গাড়ি গুলি রাখা থাকবে। অভিযোগের পরেই সেগুলি ঘটনাস্থলে গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584