নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
এই মরসুমে সবচেয়ে বেশি কুয়াশা দেখাগেল বৃহস্পতিবার। এদিন সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লক। সড়ক পথ সমস্তটাই ঢেকে যায় ঘন কুয়াশায়। এদিন সকাল থেকে দেখা মেলেনি সূর্যের। রাস্তায় যানবাহনগুলি আলো জ্বালিয়ে চলাচল করে।
তবে আজ মরসুমের সবচেয়ে বেশি কুয়াশা পড়ায় শীতের আমেজ নেন এলাকাবাসী। এদিন সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় ফালাকাটা ব্লকের বিভিন্ন এলাকা।
আরও পড়ুনঃ শীতের আগমনে প্রথম কুয়াশায় মুড়লো দক্ষিণ দিনাজপুর
১৫-২০ ফুট দূরত্বের জিনিস দেখা যাচ্ছিলনা পরিষ্কার ভাবে। এদিন ঘন কুয়াশার কারণে আলো জ্বালিয়ে চলাচল করে ছোট থেকে বড় গাড়ি গুলি। কুয়াশার কারণে ধীরে ধীরে গাড়ি চালাতে হয় চালকদের।
এলাকাবাসীরা মনে করছেন আজই প্রথম ঘন কুয়াশার চাদরে ঢেকেছে গোটা ফালাকাটা ব্লক। এবছর জাঁকিয়ে শীত পড়বে , এমনটাই আশা করা যাচ্ছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584