ভোটারদের সচেতন করতে পথে নামলেন লোকশিল্পীরা

0
70

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

Folk artists on the way to make voters aware
নিজস্ব চিত্র

উত্তর দিনাজপুর জেলার ভোট গ্রহণ আগামী ১৮ই এপ্রিল।একটি ভোট যাতে অবহেলার কারণে নষ্ট না হয় সে ব্যাপারে উত্তর দিনাজপুর জেলার জেলা প্রশাসন তথা জেলা নির্বাচন আধিকারিক অরবিন্দ কুমার মিনা শুক্রবার জেলার লোকশিল্পীদের এবং লোক নাটকের দলদের কার্নজোড়ায় উপস্থিত করেন।জানা যায় শুক্রবার থেকে জেলার লোক শিল্পীরা জেলার বিভিন্ন গ্রামে গঞ্জে লোক সঙ্গীত,বাউল ও খন নাটকের মাধ্যমে সাধারণ মানুষদের ভোট সম্পর্কে সচেতন করবার উদ্দেশ্যে রওনা দেন।উত্তর দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের জেলা আধিকারিক রানা দেবদাস বলেন, ‘আমাদের জেলার বিশিষ্ট লোক শিল্পীরা গ্রামে গ্রামে গিয়ে ভোটের গান গেয়ে মানুষদের সচেতন করবে।’ তাদের লোক সঙ্গীতের মূল কথা আপনার ভোট আপনি দিন।ভোট কোন ভাবেই যেন নষ্ট না হয়। পথনাটক এর মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার নির্বাচনী দপ্তর সাধারণ মানুষের কাছে ভোটের দিন ভোট দেওয়ার আবেদন করছে এখন উত্তর দিনাজপুর জেলার শহর থেকে গ্রামে আজ এই অভিনব পথনাটকের শুভ উদ্বোধন হলো জেলাশাসকের দপ্তরের সামনে জেলা প্রশাসনের নির্মিত সুসজ্জিত ট্যাবলেট সামনে পথনাটকে আকাশে ঘোড়া ছিল নতুন ভোটার থেকে পুরনো ভোটার সকলের উদ্দেশ্যে একটি আবেদন আগামী ১৮ এপ্রিল নিজের ভোট নিজে দিন,সকাল সকাল ভোট, কেন সাধারণ মানুষরা দিবে কিংবা এবার ভোটে কি কি নতুনত্ব থাকছে তার সবটাই পথনাটক এর মাধ্যমে তুলে ধরা হয় সকলের সামনে যা উপস্থিত মানুষদের কাছে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে ইতিমধ্যে।

আরও পড়ুনঃ গণতন্ত্র ও ভোটের প্রচারে অনন্য বাউল শিল্পী

জানা যায় এই পথ নাটক গুলি হবে মূলত রায়গঞ্জ লোকসভার মধ্যে অবস্থিত বিভিন্ন বিধানসভার হাটে বাজারে এবং পাড়ায় পাড়ায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here