লোকগান শিল্পী অমর পাল সাতানব্বই এ

0
520

নিজস্ব সংবাদদাতা,কোলকাতাঃ

লোকগানের কিংবদন্তী শিল্পী অমর পাল। জন্ম ১৯২২ সালের ১৯ মে, বর্তমান বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়াতে। পিতার নাম মহেশ চন্দ্র পাল এবং মাতা হলেন দুর্গাসুন্দরী পাল। স্ত্রী প্রয়াতা পুতুল রাণী পাল । তিনি ৫ পুত্র সন্তানের পিতাও বটে। ১০ বছর বয়েসে পিতাকে হারিয়ে সংসারের দায়ভার কাঁধে তুলে নিয়েও গান পাগল অমর পাল মা দুর্গাসুন্দরী দেবীর কাছেই লোকসংগীতের শিক্ষা শুরু করে দেন। পাশাপাশি উচ্চাঙ্গ সংগীতের তালিম নেন শ্রদ্ধেয় ওস্তাদ আলাউদ্দীন খাঁ সাহেবের ছোট ভাই জনাব আয়েৎ আলী খাঁ সাহেবের কাছে। কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া থেকে ১৯৪৮ সালে আকাশবাণীর গীতিকার শচীন্দ্র নাথ ভট্টাচার্যের সাথে কলকাতায় আসেন। কলকাতায় আসার পর বেঙ্গল মিউজিক কলেজের অধ্যাপক মণি চক্রবর্তী, সুরেন চক্রবর্তী, ননীগোপাল বন্দ্যোপাধ্যায়ের নিকট লোকসংগীতের শিক্ষা পুনরায় শুরু করেন তিনি। ১৯৫১ সালে আকশবাণী কলকাতা কেন্দ্রের লোকসংগীত শিল্পী হিসেবে প্রথম লোকসংগীত পরিবেশন করা। ধীরে ধীরে তিনি আকাশবাণীর গ্রেডের শিল্পীর সন্মান লাভ করেন। তাঁর কণ্ঠে অনেক গানের রেকর্ড প্রকাশিত হওয়ার পাশাপাশি তিনি বহু চলচ্চিত্রে কণ্ঠ দান করেছেন, এরমধ্যে কয়েকজন বিশিষ্ট চলচ্চিত্রকারের নাম উল্লেখ করতেই হয়, যাদের ছবিতে তাঁর গান সাধারণ মানুষের মন ছুঁয়ে গেছে।

বিশিষ্ট গায়ক অমর পাল।সংগৃহীত চিত্র

তাঁর হলেন- দেবকী কুমার বসু, সত্যজিৎ রায়, ঋতুপর্ণ ঘোষ প্রমুখ। সত্যজিৎ রায় পরিচালিত ছবি ‘হীরক রাজার দেশ’-এর সেই বিখ্যাত গান ‘আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়….’ আজও শহর থেকে গ্রাম সর্বত্রই মানুষের মুখে মুখে ঘোরে। ভারত সরকারের সংগীত-নাটক আকাদেমি পুরস্কারসহ পশ্চিমবঙ্গ সরকারের লালন পুরস্কার ও সংগীত মহাসন্মান অর্জন করেছেন তিনি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট উপাধিও পেয়েছেন এই গুণী শিল্পী। এছাড়াও দেশ-বিদেশের বহু সন্মানে ভূষিত হয়েছেন তিনি। সারাজীবন ধরে আমাদের বিভিন্ন ধারার শিকড়ের গানকে উপহার দিলেও প্রভাতী ও ভাটিয়ালী গান যেন অমর পালের কণ্ঠে এক অন্যমাত্রা পায় বাংলা লোকসংগীতপ্রিয় মানুষের হৃদয়ে।
আগামী ১৯ মে এই কিংবদন্তী লোকশিল্পীর ৯৭তম জন্মদিন। তাঁর জন্মদিনটিকে কেন্দ্র করে আগামী ২২ মে মঙ্গলবার সন্ধে ৬-৩০ টায় দক্ষিণ কলকাতার বিড়লা আকাদেমি প্রেক্ষাগৃহে গত বছরের মতো এবারও শ্রদ্ধেয় অমর পালকে ঘিরে বিভিন্ন ধারার লোকগানের একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁরই অনুজ তিনশিল্পী। চিত্রশিল্পী সমীর আইচ, তপন রায় এবং প্রানেশ সোম। এই তিনশিল্পী এদিনের অনুষ্ঠানে শ্রদ্ধেয় অমর পালকে সন্মান জানানোর পাশাপাশি তাঁকে ঘিরে তাঁদের কথা ও গান শোনাবেন। এইদিন অনুষ্ঠানে শিল্পী অমর পালের উপস্থিতির পাশাপাশি উপস্থিত থাকবেন বাংলা সংস্কৃতি জগতের আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।

ফিচার ছবি সংগৃহীত 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here