মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
মুক্তি পেল ‘আমারা মিউজিক’-এর পুজোর অন্যতম পরিবেশনা, ‘ও শিব নাচো রে’। পাশ্চাত্য বাদ্যযন্ত্রের ব্যবহারে ও বাংলা রিয়্যালিটি শো সারেগামাপা ২০২১-এর চ্যাম্পিয়ন অর্কদীপ মিশ্র-র গাওয়া এই লোকসঙ্গীতটি ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। পাশ্চাত্য বাদ্যযন্ত্রের ব্যবহার অবশ্য গানটির মূল সুর গুলোতে কোনো হেরফের ঘটায়নি বরং তৈরী হয়েছে এক সুন্দর মেলবন্ধন।
এই গানটি দুর্গাপুজোর উচ্ছ্বাসকে সুন্দর ভাবে বাড়িয়ে তুলছে। গানের ভিডিওটি পুতুল নাচকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে, যা বাংলার লোকসঙ্গীতের সঙ্গে বহুদিন ধরে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। পুতুল নাচ কিভাবে গ্রাম বাংলার ছোট বড় সবার মধ্যে আনন্দ সঞ্চার করে, সেই চিত্রই তুলে ধরা হয়েছে ভিডিওটিতে। নদীয়া জেলার বরবেরিয়া গ্রামে এই গানের ভিডিওটি শুট করা হয়েছে। ‘দ্য ফোক ডায়েরিজ’ তাদের পরিবেশনা ও পাশ্চাত্য বাদ্যযন্ত্রের ব্যবহারে এই লোকসঙ্গীতটিকে আরও সুন্দর করে তুলেছে।
গানটির কথা বলতে গিয়ে আমারা মিউজিক বাংলার অ্যাকুইসিশন হেড, সন্দীপ মল্লিক বলেন, “আমরা ঠিক করেছিলাম যে আমরা এমন একটা মিউজিক ভিডিও তৈরী করবো যেটা দুটো বিরল জিনিসের মেলবন্ধন হবে। তার মধ্যে একটা অনন্য বাংলা লোকসঙ্গীত আরেকটা প্রায় হারিয়ে যেতে বসা বাংলার লোক শিল্প। আমরা মনে করি যে এই গানের সাউন্ড এবং অনুভূতি, বয়স নির্বিশেষে সবার জন্য একদম যথাযত হবে।”
অন্যদিকে সারেগামাপা ২০২১-এর চ্যাম্পিয়ন অর্কদীপ মিশ্র বলেন, “এই গানটা গাজন এর গান। আমারা মিউজিকের সাথে কথা হওয়ার সময়তেই আমার এই গানটা নিয়ে কাজ করার কথা মনে হয়। কদিন ধরেই আমি এই গানটা গুনগুন করছিলাম। এই গানটা নিয়ে কাজ করবো যেদিন ঠিক করে ফেলাম, সেদিনই একটা স্ক্র্যাচ ভার্সন তৈরি করেছিলাম। সেটাই শুনতে এত ভালো লাগছিল যে বলে বোঝাতে পারবো না। তারপর হঠাৎ মনে হল, যে পুতুল নাচ বাংলার লোক শিল্পের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। যেটা এখন হারিয়ে যাচ্ছে।
আরও পড়ুনঃ প্রকাশ্যে এল ‘অল্প হলেও সত্যি’-র টিজার
আমরা নতুন নতুন সাউন্ডস্কেপে বাংলা লোক গানগুলো তৈরি করি। আমাদের ফলো করে এমন অনেকেই আছেন যাঁরা আগে লোক গান শুনতেন না। তাদের মধ্যে কেউ কেউ পুতুল নাচ কি জিনিস সেইটাও জানেন না। আবার কেউ কেউ আছেন যাঁরা পুতুল নাচ ভালোবাসে কিন্তু আজকাল আর দেখতে পান না। তাই, তাঁদের সবাইকে পুতুল নাচ দেখার একটা সুযোগ করে দেওয়ার জন্য আর পুতুল নাচকে আবার লোক শিল্পের প্রথম সারিতে নিয়ে আসার জন্য আমরা গানটার ভিডিওতে পুতুল নাচ নিয়ে কাজ করেছি। পুতুল নাচের যে টিম ছিল, তাঁরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের সাথে কাজ করেছে। আমার মনে হয় যে এই প্রথমবার কোনো মিউজিক ভিডিওতে পুতুল নাচ ব্যবহার করা হয়েছে।”
আরও পড়ুনঃ মুক্তি পেল ইমনের ‘ইচ্ছেডানা’
মিউজিক ভিডিওর সঙ্গে যুক্ত গোটা টিমই আশাবাদী যে এই মিউজিক ভিডিওটি শ্রোতা ও দর্শকবন্ধুদের নিশ্চিত ভাবে ভালো লাগবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584