লকডাউনের অবসর কাটাতে ভিডিও কলে লোকসঙ্গীত, ভাইরাল ভিডিও

0
531

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

পৃথিবীর সকল মানুষকে চিন্তায় ফেলে ইতিউতি দিব্যি ঘুরে বেড়াচ্ছে করোনা ভাইরাস। এই চতুর ভাইরাসকে খুঁজে বের করতে হিমশিম খাচ্ছেন সকলে। বলা নেই কওয়া নেই ঢুকে পড়ছে যার তার শরীরে। আর ব্যাস তাতেই কাবু হয়ে পড়ছেন সমস্ত মানুষ।

viral video | newsfront.co
ছবিঃ ভিডিও স্ক্রিনশট

সেলেব থেকে শুরু করে সাধারণ মানুষ প্রায় সকলের ওপরই নজর রাখছে এই মারণ ভাইরাস। কিভাবে শরীর থেকে দূর করা যায় করোনাকে? ভেবে কূল পাচ্ছেন না ডাক্তার, নার্সরাও। এদিকে আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করে।

আরও পড়ুনঃ স্ক্রিপ্টবিহীন ‘বিসর্গ’ হাজির ডিজিটালে

এইরকম পরিস্থিতি দেখে ভারতের প্রধানমন্ত্রী দেশজুড়ে ২১দিনের লকডাউন ঘোষণা করে দিয়েছেন। তার মানে এই ২১টা দিন একেবারে ঘরবন্দি থাকতে হবে সক্কলকে। বাইরে বেরলেই জাপটে ধরবে করোনা ভাইরাস। এই ভয়ে বাড়ির বাইরে পা রাখার জো নেই কারোর।

বাড়িতে মনোরঞ্জনের একমাত্র সম্বল টেলিভিশন। কিন্তু করোনার জন্য সব শুটিং বন্ধ। এবার কি হবে? তাহলে সিরিয়াল সিনেমা না দেখে বরং প্রতিটা মুহূর্তের খবর জানতে নিউজ চ্যানেলগুলোয় চোখ বোলান। কিন্তু তাতেও সেই একই খবর হাজারবার। প্রতিদিন একটার পর একটা মানুষ পরলোক গমন করছেন।

বাইরে না বেরলেও যেন সারাদিন করোনা আসটেপিসটে জড়িয়ে রেখেছে সকলকে। তবে এই লকডাউনে অনেক কিছু ছাড় না পেলেও ইন্টারনেট কিন্তু ছাড় পেয়েছে। তাই লকডাউনের এই অবসর সময়টুকু বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সঙ্গে ভিডিও কল করেই কাটাচ্ছেন অনেকে। এমনকি ভিডিও কলে গানও গাইছেন সঙ্গীতপ্রেমীরা।

সেইরকমই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক তরুণী গান গাইছেন এবং তিন তরুণ বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। তরুণীর নাম সেবন্তী। সম্ভবত তিনি কলেজ পড়ুয়া।

আর তার সাথে ভিডিও কলে বাদ্যযন্ত্র বাজাতে দেখা যাচ্ছে অমৃত সরকার ও সৌরভ সাহাকে। সেবন্তীর কণ্ঠে অপূর্ব একটি লোকসঙ্গীত শুনে মুগ্ধ নেটিজেনরা। ইতিমধ্যে লকডাউনের এই অবসর সময়ে তাদের করা এই ভিডিও কলের প্রশংসা করেছেন অনেকেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here