ভালোবাসার মাতৃভাষা উদযাপনে মাতোয়ারা ফোকউল্লাস ব্যান্ড

0
111

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

“মোদের গরব, মোদের আশা আ-মরি বাংলা ভাষা মাগো তোমার কোলে তোমার বোলে কতই শান্তি ভালোবাসা__” ২১ ফেব্রুয়ারি। বছরের ঐ একটি দিনই মাতৃভাষাকে মনেপ্রাণে স্মরণ করেন প্রত্যেকটি বাঙালি। ঐ দিন বাংলার প্রত্যেকটি জায়গায় পালন করা হয় মাতৃভাষা দিবস। আর এই মাতৃভাষা দিবসকেই এবছর প্রথম পালন করল বাংলা ব্যান্ড ‘ফোকউল্লাস’।

Folk Ullas | newsfront.co
নিজস্ব চিত্র

১ মার্চ সাউথ গড়িয়াতে একটু অন্যরকমভাবে ফোকউল্লাস উদযাপন করল ভালোবাসার মাতৃভাষা। প্রদীপ প্রজ্জ্বলন করে এদিন এই অনুষ্ঠানের সূচনা করেন রূপান্তরকামী আইনজীবি সায়ন্তনী ঘোষ, কলকাতা মেট্রো রেলের ডেপুটি ম্যানেজার প্রত্যুষ ঘোষ ও বিশিষ্ট শিক্ষিকা তথা সমাজ সেবিকা ইন্দ্রাণী গাঙ্গুলী।

FolkUllas band | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ নাচে-গানে জমজমাট ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র সঙ্গীত সন্ধ্যা

১ মার্চ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ‘ফোকউল্লাস’। এদিন সন্ধ্যায় বাংলা ভাষাকে শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। ফকির নূর আলমের কণ্ঠে মাতৃভাষার গান অনুষ্ঠানে উপস্থিত সকল বাঙালির মন ছুঁয়ে যায়। এই ধরনের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুশি রূপান্তরকামী সায়ন্তনী।

Mother language day | newsfront.co
নিজস্ব চিত্র

মাতৃভাষাকে স্মরণ করে প্রথমবার এরকম অনুষ্ঠান করল ‘ফোকউল্লাস’। এর জন্য ফোকউল্লাসের গোটা টিমকে শুভেচ্ছা জানান সায়ন্তনী সহ অনুষ্ঠানে উপস্থিত সকল বিশিষ্টজনরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here