নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদা ক্লাবের ব্যবস্থাপনায় এবং স্বেচ্ছাসেবী সংস্থা অনুভবের সহযোগিতায় এদিন পুরাতন মালদহ পুরসভার সারদা কলোনি ও পুরাতন মালদহ ব্লকের আদিবাসী অধ্যুষিত গ্রাম সুকানদীঘি এলাকার দীর্ঘ লাইনে দাঁড়ানো নিরন্ন শিশু সহ অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া হল।
সামাজিক দূরত্ব বজায় রেখে রান্না করা খাবার বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সম্পূর্ণ ‘হাইজিনিক’ ভাবে এই খাবারগুলি রান্না করা হচ্ছে। তারপরে গাড়িতে চাপিয়ে সেই খাবার মালদহ জেলার বিভিন্ন এলাকার দুঃস্থ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হচ্ছে। এদিন সংস্থার পক্ষ থেকে আগে থেকেই গ্রামে মাইকিং করে খাবার দেওয়ার কথা জানানো হয়েছিল।
আরও পড়ুনঃ শহরবাসীর মনোবল বাড়াতে মনীষীদের বানী প্রচার রায়গঞ্জ পুরসভার
সেইমতো স্বেচ্ছাসেবী সংস্থার গাড়ি গ্রামে পৌঁছাতেই বাচ্চারা খাবার নেওয়ার পাত্র হাতে ছুটে আসে গাড়ির কাছে। গ্রামের মানুষকে খাবার দেওয়ার সঙ্গে মালদা ক্লাবের পক্ষ থেকে লকডাউনের বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584