শ্যামল রায়,পূর্বস্থলীঃ
রবিবার সিপিআইএমের কালেকাতলা এক পূর্ব পশ্চিম অঞ্চল কমিটির ডাকে জ্যোতি বসুর জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির ও কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই শিবিরের উদ্বোধন করেন সিপিআইএমের মহিলা সংগঠনের রাজ্য সভানেত্রী অঞ্জু কর। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক প্রদীপ সাহা সিপিএমের অঞ্চল কমিটির সম্পাদক সুব্রত ভাওয়াল সিপিএম নেতা রঞ্জিত সাহা ঝুমা দত্ত সরস্বতী দাস প্রমুখ।
পূর্বস্থলী ১নম্বর ও ২ নম্বর ব্লকের বিভিন্ন স্থানে সিপিআইএমের তরফ থেকে সিপিএম নেতা জ্যোতি বসুর জন্মদিন পালন করে।
তার প্রতিকৃতিতে মাল্যদান এরপর জ্যোতি বসুর জীবনী এবং রাজনৈতিক আদর্শের উপর বিভিন্ন বক্তা আলোচনা করেন।
এদিন কালেকাতলা বাজারে রক্তদান শিবিরে পনেরোজন মহিলা সহ মোট ষাট জন স্বেচ্ছায় রক্ত দান করেন।
এছাড়াও স্থানীয় এলাকার মাধ্যমিক উচ্চমাধ্যমিকে যারা ভালো ফলাফল করেছে সেই রকম বারোজন ছাত্রছাত্রীকে জ্যোতি বসুর জন্মদিন উপলক্ষে সিপিআইএমের তরফ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584