শ্যামল রায়, নবদ্বীপঃ
সোমবার ছিল লকডাউন এর অষ্টম দিন। আর লকডাউনের ফলে বহু শ্রমিক কাজ করতে না পেরে, চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছেন। আর যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা আরও খারাপ। পেট বাঁচাতে রোজ খাবার কিভাবে জোগাড় করবেন এই চিন্তায়, অনেকেই সর্বস্বান্ত হয়ে পড়েছেন।
তাই নবদ্বীপ পুরসভা তরফ থেকে গরিবদেরকে ৫ কেজি চাল, ১ কেজি মসুরির ডাল তুলে দেওয়া হয়।এদিন চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা জানিয়েছেন, “যে করোনা ভাইরাসের থেকে সচেতন করার জন্য আমরা মাইকে প্রচার যেমন চালাচ্ছি। তেমনি মানুষ যাতে এই ভাইরাসের হাত থেকে মুক্তি পেতে পারেন, তার জন্য চলছে দেশ জুড়ে লকডাউন।
আরও পড়ুনঃ এলাকার ঘরবন্দি পরিবারকে সামগ্রী বিলি, তৃণমূল যুব কংগ্রেস সভাপতির
আর এই লকডাউনের ফলে বহু গরিব মানুষ যারা প্রতিদিন, মজুরিতে কাজ করে থাকেন। তাদের পক্ষে কাজ এতদিন বন্ধ থাকায় চরম, আর্থিক সংকটের মধ্যে পড়তে হয়েছে তাঁদের। সেই কথা ভেবে তারা যাতে দু’মুঠো খাবার খেয়ে বেঁচে থাকতে পারেন, তার জন্য পুরসভার তরফ থেকে এই চাল ডাল বিতরণ করার কাজ শুরু হয়েছে। আমরা প্রতিদিন ২৪ টি ওয়ার্ডের গরিব মানুষের মধ্যেই এই সামগ্রী বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছি”।
এমনকি স্থানীয় বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা জানিয়েছেন,”করোনা ভাইরাস অতি ভয়ঙ্কর। দেশ জুড়ে মানুষ এ নিয়ে ব্যাপক চিন্তিত। আগামী দিন কি পরিস্থিতি হবে,তা এখনও আমরা ভেবে পাচ্ছিনা। তাই বহু গরিব মানুষ আছেন যারা দিন আনে দিন খায়, তারা যাতে বেঁচে থাকতে পারেন। তার জন্যই আমাদের পুরসভার তরফ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে”। পাশাপাশি এদিন দেখা গেল দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মানুষ দূরত্ব বজায় রেখে চাল-ডাল নিচ্ছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584