প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
লকডাউনে দিনমজুর বা সাধারন খেটে খাওয়া মানুষদের বাড়িতে খাবার পৌঁছে দিলেন রায়গঞ্জ থানার আই সি সুরজ থাপা। এমনিতেই রায়গঞ্জ শহরের রেল ষ্টেশন এলাকায় প্রশাসনের তরফে গরীব মানুষদের জন্য খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সেখানেও অনেক মানুষ করোনা আতংকে, আবার কিছুটা পুলিশের ভয়ে বাইরে যাচ্ছেন না।
তাঁদের কাছে গিয়ে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন খোদ আই সি ।জেলা পুলিশ ও এক ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে রায়গঞ্জ শহরে চালু হয়েছে ” আই সি ফুড ফর অল “।
আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে বাসিন্দাদের আহার দিয়ে সহযোগিতা যুবকদের
লক ডাউনের সময় খেটে খাওয়া সাধারন মানুষদের কথা ভেবে পুলিশ ও শিল্প প্রতিষ্ঠানের এই উদ্যোগে, মুখে অন্ন জুটছে শহরের বহু মানুষের। পুলিশের এই মানবিকতায় যেসব মানুষ লকডাউনের প্রভাবে কাজ করতে পারছেন না, তাঁদের উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার। তাঁদের
এই উদ্যোগ লাগাতার চালানো হবে বলেও জানিয়েছেন তিনি ।অন্যান্য অফিসারদের সাথে নিয়ে খাবারের প্যাকেট হাতে সোজা তাঁদের কাছে যাচ্ছেন আই সি। না খেতে পাওয়া মানুষদের সাহায্য করার এই উদ্যোগকে যথেষ্ট প্রশংসা করছেন বুদ্ধিজীবি মহলও।
এই বিষয়ে রায়গঞ্জ জেলার পুলিশ সুপার সুমিত কুমার বলেন,” আমরা প্রশাসনের পক্ষে সবার জন্য খাওয়ানোর ব্যবস্থা করেছি। এরপরেও যাঁরা খাবার পাচ্ছেন না তাঁদের বাড়িতে গিয়েও আমরা প্যাকেট পৌঁছে দিচ্ছি”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584