জেলা পরিষদের নেতৃত্বে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ ওয়ার্ডবাসীদের

0
20

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

জেলা পরিষদের নেতৃত্বে বাঁকুড়া পুরসভার ২৪টি ওয়ার্ডে শুক্রবার খাদ্যদ্রব্য বিতরণ করা হল। উল্লেখ্য, এই মুহূর্তে গোটা বিশ্বে আতংকের আরেক নাম নোভেল করোনা ভাইরাস । ইতিমধ্যেই দেশে ১৯৯ জন মানুষ মারা গিয়েছে,অপরদিকে আক্রান্ত প্রায় পাঁচ হাজারের বেশি মানুষ । আর সে কারণেই করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য দেশ জুড়ে চলছে লকডাউন ।

food distribution | newsfront.co
খাদ্যসামগ্রী বিতরণ। নিজস্ব চিত্র

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমানে ১৩০ কোটি সাধারণ মানুষ গৃহবন্দি হয়ে রয়েছেন। এই রকম কঠিন পরিস্থিতিতে সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে দিন আনা দিন খাওয়া সাধারণ মানুষগুলোকে । যদিও রাজ্য সরকার সর্বতোভাবে রাজ্যের সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন ।

distribution | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পুরসভার পরে এবার স্যানিটাইজের কাজ শুরু হলো পঞ্চায়েত এলাকাতেও

তাই ইতিমধ্যেই রাজ্যের তরফে বিনামূল্যে রেশন প্রদান শুরু হয়েছে। ফলে উপকৃত হচ্ছেন রাজ্যের দুঃস্থ সাধারণ মানুষ । কিন্তু এতসবের পরেও আরও বেশি করে যাতে সাধারণ মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু করা যায়, সে বিষয়ে রাজ্য সরকার বদ্ধপরিকর ।

আর তাই রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বাঁকুড়া জেলায় সাধারণ মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য পাঠিয়েছিলেন । সেই খাদ্যসামগ্রী শুক্রবার বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর অরূপ চক্রবর্তী নেতৃত্বে বাঁকুড়া পুরসভার ২৪টি ওয়ার্ডে বিতরণ করা হল । এর ফলে উপকৃত হবে পুরসভার দিন-দরিদ্র সাধারণ মানুষগুলো । তৃণমূল নেতৃত্বের এই উদ্যোগে যথেষ্ট খুশি এলাকাবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here