নিজস্ব সংবাদদাতা,মন্তেশ্বরঃমন্তেশ্বর ব্লকের বাঘাসন পঞ্চায়েতের আটাশপুর গ্রামে এক বাড়িতে অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেয়ে আত্মীয়স্বজন মিলে মোট ২৫ জন অসুস্থ হয়ে পড়ে।
সকলকেই ভর্তি করা হয়েছে মন্তেশ্বরের কাদম্বিনী গ্রামীন স্বাস্থ্য কেন্দ্রে। এরমধ্যে বৃহস্পতিবার দুপুরে বারো জনকে ছেড়ে দেয় হাসপাতাল কতৃপক্ষ।
জানা গিয়েছে যে বুধবার আটাশপুর গ্রামে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এর বাড়িতে তার নাতির অন্নপ্রাশন ছিল। অন্নপ্রাশনের খাবার খেয়ে সকলেই অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসাধীন অসুস্থরা জানালেন যে খাবার খাওয়ার পরে তাদের বমিসহ বারবার পায়খানা হতে শুরু করে। দ্রুত সকলকেই মন্তেশ্বর কাদম্বরী গ্রামীন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন জ্যোতির্ময় ভট্টাচার্য দেবকি নন্দন ভট্টাচার্য কৃশানু ভট্টাচার্য সেনা অংশু ভট্টাচার্য এখনো পর্যন্ত চিকিৎসা চলছে স্বাস্থ্যকেন্দ্রে।
বৃহস্পতিবার জানালেন যে ভর্তি হবার পর থেকে ভীষণ ভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন বর্তমানে তারা কিছুটা সুস্থ আছেন।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যে খাবারে কোন বিষাক্ত কিছু পড়ায় এই ধরনের উপসর্গ দেখা দেয় এবং অসুস্থ হয়ে পড়েন আত্মীয়-স্বজন সকলেই।
ভয়ের কোনো কারণ নেই সকলেই সুস্থ হয়ে উঠবেন।
বেশ কয়েকজনকে এ দিন সুস্থ হয়ে উঠলে ছেড়ে দেয়া হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
তবে বাড়ির গৃহকর্তা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানিয়েছেন যে আমার দুর্ভাগ্য খাবার খাওয়ার পরে এই ধরনের অসুস্থ হয়ে পড়বেন আমি ভীষণ মর্মাহত।
এখন সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরলে আমি ভীষন খুশি হব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584