উমার ফারুক,হরিশ্চন্দ্রপুর,২৬নভেম্বরঃ
৫৪তম রাজি আজাদ ট্রফি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় শনিবার বিকেলে হরিশ্চন্দ্রপুর-১ব্লকের রশিদাবাদ অঞ্চলের চণ্ডীপুর হাই স্কুল মাঠে।
খেলা শুরুর প্রথমেই প্রয়াত কংগ্রেস নেতা তথা ফুটবল প্রশাসক প্রিয় রঞ্জন দাশমুন্সীর স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়।তারপর শুরু হয় মূল অনুষ্ঠান।ফাইনালে মুখোমুখি হয় মানিকচক ক্লাব বনাম ডুমরো কাপাসিয়া ক্লাব।রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে মানিকচক ৪-৩গোলে ডুমরো কাপাসিয়া ক্লাবকে পরাজিত করে রাজি আজাদ ট্রফি জিতে নেয়।
এই ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক অবসরপ্রাপ্ত শিক্ষক বছর আশির রেজা রাজি।তিনি দীর্ঘদিন ধরেই এই টুর্নামেন্টের আয়োজন করে আসছেন।অশীতিপর এই শিক্ষকের ক্রীড়া প্রেম এলাকায় সর্বজন বিদিত।সমগ্র টুর্নামেন্ট পরিচালনা করে চণ্ডীপুর প্রগ্রেসিভ ইউথস ক্লাব।
রাজি আজাদ ট্রফি ফুটবল ফাইনাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলম,চাঁচলের বিধায়ক আসিফ মেহবুব, মালতীপুরের বিধায়ক আলবেরুনী জুলকারনাইন,হরিশ্চন্দ্রপুর-১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা জামিল ফিরদৌস,চণ্ডীপুর হাই স্কুলের প্রধান শিক্ষক জুলফিকার আলী,রামজি রাম সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584