মামা ভাগ্নে স মিল বনাম ভোজপুর দেশবন্ধু সংঘের ফুটবল ম্যাচ

0
86

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ

football match at katwa
নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রেরণায় পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লক তৃনমূল কংগ্রেস এবং যুব তৃনমূল কংগ্রেসের উদ্যোগে প্রতি বৎসরের ন্যায় এই বৎসরেও তুহিন সামন্ত স্মৃতি উইনার্স এবং অন্নপূর্ণা গড়াই স্মৃতি রানার্স কাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মেঝিয়ারী সতীশ চন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে।শনিবার ফাইনাল খেলায় মুখোমুখি হয় মামা ভাগ্নে স মিল ও ভোজপুর দেশবন্ধু সংঘ। এই ফুটবল খেলায় মামা ভাগ্নে স মিল ২-১ গোলে ভোজপুর দেশবন্ধু সংঘ পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।মাঠে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,দাঁইহাট পৌরসভার চেয়ারম্যান শিশির কুমার মণ্ডল, কাটোয়ার ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার,পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাধানাথ ভট্টাচার্য,কাটোয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রণজিৎ চট্টোপাধ্যায়,বিশিষ্ট সমাজসেবক পিন্টু মণ্ডল,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত,জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল,করুই গ্ৰাম পঞ্চায়েতের প্রধান মমতা মল্লিক,করুই গ্ৰাম পঞ্চায়েতের উপ-প্রধান দিপালী মণ্ডল,শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সাগর প্রধান,শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের উপ-প্রধান জগন্নাথ রুদ্র সহ কাটোয়া ২নং ব্লক তৃনমূল কংগ্রেস ও যুব তৃনমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা।

আরও পড়ুনঃ নন্দীগ্রাম জুনিয়ার হাইস্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন

এই ফুটবল খেলা এবার ৬ তম বৎসরের পদার্পন করলো।ফুটবল খেলাকে ঘিরে উন্মাদনা চোখে পড়ার মত।অসংখ্য ক্রীড়ামোদী মানুষ মাঠে উপস্থিত হয়ে খেলার আনন্দ উপভোগ করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here