দুধের স্বাদ ঘোলে মেটাতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন রামগোপালপুরে

0
43

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

ফুটবল খেলোয়ার থাকলেও প্রতিভা হারিয়ে যাচ্ছে পরিকাঠামোর অভাবে। জীবন যুদ্ধকে বাজি রেখে এগিয়ে চলেছে ফুটবল নিয়ে গ্রামের প্রবীণ-নবীনরা। মাঠ না থাকায় কালনাগিনি নদী পেরিয়ে কাকদ্বীপ স্টেডিয়ামে যেতে হয় ফুটবল খেলতে । শতকষ্ট বুকে নিয়ে ফুটবল ভুলতে পারেনি দক্ষিণ রামগোপালপুর এলাকার গ্রামবাসী। প্রত্যন্ত এলাকাবাসি হওয়ায় খেলা দেখতে দূরে যেতে অনেককে সমস্যার মুখে পড়তে হয়। তাই দুধের স্বাধ ঘোলে মেটাতে দু’দিন ব্যাপি নক-আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল দঃ রামগোপালপুর এলাকার গ্রামবাসীরা।

Football tournament organized in Ramgopalpur
নিজস্ব চিত্র

কাকদ্বীপ ব্লকের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম দঃ রামগোপালপুর। প্রায় এক হাজার মানুষের বাস এই গ্রামে। অভাব অনটন নিত্য সঙ্গী গ্রামের প্রতিটি বাড়িতে। সারাবছর সংসার খরচ বাঁচিয়ে যেটুকু সঞ্চয় হয়, সেটুকুই খরচ করে ফুটবল টুর্নামেন্টের পিছনে।

গ্রামে মনসা পূজা, দোল উৎসব দেখা গেলেও উৎসব মুখর হয়ে ওঠে ফুটবল খেলা ঘিরে। দশ বছর ধরে চলে আসছে দঃ রামগোপালপুর ফুটবল টুর্নামেন্ট। চলতি বছরে আটটি দল অংশগ্রহণ করেছে রামচন্দ্র বিদ্যাপিট স্কুল প্রাঙ্গনে। যারা প্রথম স্থান অধিকার করবেন তারা পাবেন ২২ হাজার টাকা। তিনফুট ট্রফি দ্বিতীয় স্থানাধিকার দল পাবেন ১৫ হাজার টাকা, সঙ্গে দুই ফুট ট্রফি।

এছাড়া প্রতিটি খেলায় ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এই এলাকা থেকে অনেক ফুটবলার খেলার মাঠ না থাকা সত্বেও কলকাতায় বড় দলে প্রতিনিধিত্ত করছেন। ফুটবল টুর্নামেন্টের সভাপতি সমীরণ দাস, সম্পাদক মানস কুমার সাউটিয়া, অন্যতম সদস্য দেবাশিষ পন্ডা-সহ উদ্যোক্তাদের কঠোর পরিশ্রমে আজ খেলা উৎসব মুখর হয়ে উঠেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here