প্রীতম সরকার, স্পোর্টস ডেস্কঃ
সন্দেশ ঝিনগন এবং বালাদেবীর নাম সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আগেই অর্জুন পুরস্কারের জন্য নাম পাঠিয়েছিলো কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে। সেই তালিকাতে নতুনভাবে যোগ হয়েছে জে জে লাল পেখলুয়ার নাম।
তাঁর নামও অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করে কেন্দ্রীয় ফেডারেশন পাঠিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক মনে করছে, জে জে লাল পেখলুয়ার ভারতীয় ফুটবলে অর্জুন পুরস্কারের যোগ্য।
তাঁর অতীতের পারফরমেন্স এতটাই ভালো যে, তাঁকে এই পুরস্কার দেওয়া যায়। এখন দেখার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এই করোনা আবহে কী সিদ্ধান্ত নেয়। তবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আশাবাদী এই না করা হবে।
আরও পড়ুনঃ করোনাকে পরাস্ত করে বৃষ্টির ভ্রূকুটি নিয়ে মাঠে ফিরল ক্রিকেট
খেলোয়াড়ের নাম অর্জুন পুরস্কারের তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা অনেকটাই কম। কবে এই পুরস্কার দেওয়া হবে, সেটা এখনও পর্যন্ত ঠিক হয়নি। আসা করা যাচ্ছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই অর্জুন পুরস্কারের দিনক্ষন ঘোষনা করা হবে। উল্লেখ, ২০১২ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে তার অভিষেক হয়েছিল এখন পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে জে জে লাল পেখলুয়ার ২৩ টি গোল করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584