কিংবদন্তি ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসান

0
89

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:

দীর্ঘদিন রোগাক্রান্ত থাকার পর কিংবদন্তি ফুটবলার ও কোচ পিকে বন্দোপাধ্যায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে।

ছবি সৌজন্যে: দ্য হিন্দু

গত বেশ কয়েক বছর ধরেই তিনি অসুস্থ ছিলেন। হুইল চেয়ার হয়ে উঠেছিল তাঁর নিত্যসঙ্গী। গত কিছুদিন আগেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ভর্তি করা হয় কলকাতার এক বেসরকারি হসপিটালে। তাঁকে রাখা হয় ভেন্টিলেশনে। আজ শেষ হল তাঁর জীবন যুদ্ধ।

জলপাইগুড়িতে জন্মগ্রহণ করা প্রদীপ বাবুর ছোটবেলা থেকেই ধ্যানজ্ঞান ছিল ফুটবল। বাবা চাকরি সূত্রে কলকাতায় চলে আসার পর তিনি যোগ দেন এরিয়ানস ক্লাবে। পরে খেলেন ইস্টার্ন রেলওয়ের হয়েও। পরে ধীরে ধীরে ভারতীয় ফুটবলের নক্ষত্র হয়ে ওঠেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here