লাল হলুদ জার্সি চাইলেই পরতে পারবেন না ফুটবলাররা

0
545

অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ

গত বছর কলকাতা লিগে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ছন্নছাড়া ফুটবল দেখে আশিয়ান জয়ী দলের ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার সুলে মুসা জানান, ‘কারা ইস্টবেঙ্গল জার্সি পরছে! এদের এই জার্সি পড়ার যোগ্যতা আছে তো!’ এবার ক্লাবের ইতিহাস সম্পর্কে যথেষ্ট হোমওয়ার্ক করেই ইস্টবেঙ্গলের কোচ হিসেবে ভারতে পা রেখেছেন লিভারপুল কিংবদন্তি রবি ফাওলার।

Eastbengal jersy | newsfront.co

আইএসএলে খেলতে গিয়ে গোয়ার হোটেলে বসে ক্লাব ম্যানেজমেন্ট ও টিমের ফুটবলারদের উদ্দেশ্যে এমন একটি বার্তা দিলেন, যা হৃদয় ছুঁয়ে গেল সকলের সমর্থকদের মনে হচ্ছে এমনটাই হওয়ার ছিল।

Robbie Fowler | newsfront.co
রবি ফাওলার

তিনি বললেন, লাল-হলুদ জার্সি চাইলেই পাওয়া যাবে না, সেটা অর্জন করতে হবে। তাই ইস্টবেঙ্গল ফুটবলারদের প্র্যাকটিস জার্সিতে যেন লাল-হলুদের ছোঁয়া না থাকে। অনুশীলনে নিজেদের প্রমাণ করে তবেই লাল-হলুদ জার্সি অর্থাৎ ম্যাচ-জার্সি অর্জন করতে হবে ফুটবলারদের। এমনই কড়া বার্তা দিলেন জেজেদের হেডস্যর।

আরও পড়ুনঃ ভারত সেরা হওয়ার জন্য মোহনবাগানকে শুভেচ্ছা মোদী, মমতার

অল্প সময়েই লিভারপুল লেজেন্ড লাল-হলুদ রঙের মাহাত্ম্য বুঝে গিয়েছেন, সেটা তাঁর এই বার্তাতেই স্পষ্ট। এবার ফুটবলাররা তাঁদের কিভাবে প্রমান করবে এখন সেটাই দেখার!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here