শ্যামল রায়,নবদ্বীপঃ
নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে ছাত্র ভর্তিকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটছে। গত এক সপ্তাহ ধরে একের পর এক ঘটনাকে কেন্দ্র করে এই কলেজ ক্রমেই যেন অশান্ত হয়ে উঠছে। পড়াশোনায় শিকেই উঠেছে।ছাত্রভর্তিকে কেন্দ্র করে কোন রাজনৈতিক ছত্রছায়া ব্যতীত সমস্ত ছাত্রছাত্রীকে ভর্তি করতে হবে এই দাবি নিয়ে সরব হয়েছেন ছাত্রছাত্রীরা। কয়েকদিন আগে কয়েক শতাধিক ছাত্রছাত্রী অবস্থান বিক্ষোভ দেখান কলেজ প্রাঙ্গনে। যদিও জানা গিয়েছে যে ওই ছাত্র ছাত্রীদের অবস্থান বিক্ষোভ ওঠাতে রাজনৈতিক নেতারা মাঠে নেমে পড়েছিলেন এবং রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি মত বিক্ষোভ গণঅবস্থান তুলে নেন বলে জানা যায়। তার রেশ কাটতে না কাটতেই ফের আন্দোলন সংঘটিত রুপ নেই ভারতীয় জনতা পার্টির ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমে পড়ে । কলেজে সব ছাত্রছাত্রীকে ভর্তি করতে হবে এই দাবিতে সরব হন তারা ।
কলেজ অশান্ত মারমুখী হয়ে ওঠে ছাত্রছাত্রীরা ।

ভারতীয় জনতা পার্টির ছাত্রসংগঠন বিদ্যার্থী পরিষদ এর কয়েকজন ছাত্রের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে টিচার ইনচার্জ অরুণকুমারকে মারধর করা হয় । এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি ছাত্রসংগঠন বিদ্যার্থী পরিষদের তিন ছাত্রকে গ্রেফতার করে নবদ্বীপ থানার পুলিশ। জানা গিয়েছে যে ধৃত তিন ছাত্রের নাম কৃষ্ণেন্দু সাহা শুভ সাহা অয়ন বিশ্বাস।
কলেজের এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ আগামীকাল সোমবার প্রতিবাদ সভার আয়োজন করেছে। তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের দাবি তারা ছাত্রছাত্রীদের ভর্তির ব্যাপারে সুনিশ্চিত প্রতিশ্রুতি দিলেও এর বিরোধী রাজনৈতিক দলের মধ্যে কলেজকে অশান্ত করার একটা চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ। কলেজের ছাত্রছাত্রী সংসদের সাধারণ সম্পাদক রিতম দেবনাথ জানিয়েছেন যে কলেজকে অশান্ত করার চক্রান্ত শুরু করেছে বিরোধী দলের ছাত্রছাত্রীরা এর প্রতিবাদে সোমবার এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। রিতম দেবনাথ আরো জানিয়েছেন যে আমরা চাই কলেজে শান্তি পরিবেশ বজায় থাকুক।
তাই নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে ছাত্রভর্তি কে কেন্দ্র করে একের পর এক অভিযোগ ঘিরে তুলকালাম কান্ড ঘটছে। অভিভাবক অভিভাবিকাদের দাবি তাদের ঘরের ছেলে মেয়েরা এই সব কলেজেই ভর্তি হবে তাই আতঙ্কিত হয়ে পড়েছেন কলেজ যদি অশান্ত হয়ে ওঠে। তবে অভিভাবক অভিভাবকরাও দাবি করছেন যাতে তাদের ঘরে ছেলে মেয়েরা কলেজে ভর্তি হতে পারেন সেই ব্যাপারে সরকারের ও সুনিশ্চিত পদক্ষেপ গ্রহণ করা উচিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584