শ্যামল রায়,নবদ্বীপঃপ্রতি বছরের মত এবছরেও নবদ্বীপ শহরের উপকন্ঠ পুরা ঘাট ভজনা আশ্রমে যারা কীর্তন করে পেটের ভাত জোগাড় করেন সেই সমস্ত অসহায় বিধবা বৃদ্ধাদের মধ্যে মিষ্টি এবং বস্ত্র বিতরণ করলেন স্থানীয় বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা।
এদিন যারা ভীষণভাবে অসহায় বৃদ্ধা ঘরবাড়ি ছেড়ে এই আশ্রমে থাকছেন সেই সমস্ত অসহায় বৃদ্ধা দের মিষ্টি খাওয়ালেন বিধায়ক এবং নতুন বস্ত্র তুলে দিলেন।স্থানীয় বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা নেতৃত্বের প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান হয় এবছর ও তার ব্যাতিক্রম কিছুই ঘটেনি।উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার ভাইস চেয়ারম্যান সচিন বসাক নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি হরিদাস দেবনাথ সহসভাপতি আশালতা দেবনাথ ও নবদ্বীপ পৌরসভার কাউন্সিলর মনিকা চক্রবর্তী চৈতালি গুই, নির্মল কান্তি দেব বিজন দেবনাথ গৌরাঙ্গ চন্দ্র রায় মিহির কান্তি পাল সমস্ত কাউন্সিলর বৃন্দ।
স্থানীয় বিশিষ্ট শিক্ষক ও তৃণমূল নেতা সুজিত সাহা জানিয়েছেন যে আশ্রমে থাকা সর্বাধিক ৭০০ জন বৃদ্ধাকে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে।এছাড়াও সাত রকমের মিষ্টি মুখ করানো হয়েছে অসহায় গরীব বৃদ্ধাদেরকে।
কথিত যে বৃন্দাবনে অসহায় বৃদ্ধার আজ এমন কৃত্তন করে তাদের পেটের ভাঁজ জোয়ার করে তেমনি ভাবে নবদ্বীপ শহরের পুরা ঘাটে ভজনা চ্রমে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। নবদ্বীপ থানা এলাকার এবং বহিরাগত যে সমস্ত গরিব বৃদ্ধারা তাদের সম্বল বলতে এই ভজনা আশ্রমের সংকীর্তন হরিনাম সেই সমস্ত বৃদ্ধাদের মধ্যে বস্ত্র তুলে দেওয়া হয় এবং মিষ্টিমুখ করানো হয়।
বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন যে এই সমস্ত অসহায় বৃদ্ধা দের ছেলে মেয়ে থাকা সত্ত্বেও মা বাবাকে দেখছেন না ছেলেমেয়েরা।শুধুমাত্র পেটের তাগিদে অসহায় ভাবে এই আশ্রম এ সংকীর্তন এর মধ্যে দিয়ে তারা পেটের ভাত জোগাড় করে নেন আশ্রমের তরফ থেকে প্রতিদিন এই সমস্ত অসহায় বৃদ্ধাদেরকে প্রসাদের ব্যবস্থা করা হয়ে থাকে তাই তিনিও এই বিদাতের পাশে প্রতিবছর বিজয়া উপলক্ষে তাদের মুখে হাসি ফোটানোর জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকেন তাই মিষ্টিমুখ সহ নতুন বস্ত্র এবং প্রণামী হিসাবে ৩০ টাকা করে এদিন তাদের মধ্যে বিতরণ করা হয়েছে।এই সমস্ত পেয়ে খুশি অসহায় বৃদ্ধারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584