শ্যামল রায়,বর্ধমানঃ
ফের বর্ধমান শহরে বেসরকারি নার্সিংহোমে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুরের অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের কেশবগঞ্জ চটি এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে রবিবার রাতে।
এই ঘটনাকে কেন্দ্র করে কেশবগঞ্জ চটি এলাকায় চাপা উত্তেজনা এবং পুলিশ পাহারা রয়েছে।
জানা গিয়েছে যে গত সোমবার লক্ষ্মীপুর মাঠপাড়ার বিকাশ সাউ নামে বছর তেইশের এক যুবক কিডনিতে পাথর নিয়ে অপারেশনের জন্য ভর্তি হয় এই নার্সিংহোমে। রোগীকে অপারেশন নিয়ে বহু টালবাহানার পর রবিবার রাতে অপারেশন হয় বলে দাবি করা হয়েছে রোগীর পরিবারের তরফ থেকে। রাতেই অপারেশনের পর কোন খবর বা ভাল মন্দ কিছুর উত্তর দেয়নি নার্সিংহোম কর্তৃপক্ষ সোমবার সকালে নার্সিংহোমের তরফ থেকে জানানো হয় ওই যুবকের মৃত্যু হয়েছে। যুবকের মৃত্যুর খবর শোনা মাত্রই ওই এলাকার মানুষজন জড়ো হয় এবং ব্যাপক ভাঙচুর চালায় নার্সিংহোমে। রোগীর বাড়ির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে ওই যুবকের।
নার্সিংহোমের জিনিসপত্র থেকে শুরু করে সমস্ত কিছুই ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষের তরফ থেকে।
অন্যদিকে রোগীর বাড়ির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে নার্সিংহোম কর্তৃপক্ষ এ যাবৎ কাল একলক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়েছে তাদের কাছ থেকে।অপারেশনের পরে রবিবার রাতে কোন কিছুই জানায়নি সোমবারে জানাই যে,ওই যুবকের মৃত্যু হয়েছে তাই মনে করছেন চিকিৎসার গাফিলতিতে এই অপারেশনের ভুলের কারণেই মৃত্যু হতে পারে ওই যুবকের প্রকৃত তদন্তের দাবিতে সরব হয়েছেন রোগীর পরিবারের লোকজনের। রাতেই পরিস্থিতি সামাল দিতে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ফিচার ছবি প্রতীকী ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584