সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমানের টাউন হল থেকে যে রোড শো শুরু হয়েছিল তা শেষ হল উত্তর ফটকে। মাথায় বৃষ্টি নিয়েও ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় জনজোয়ারে স্বস্তি শাসকদলের। শহরে ৩৫টি ওয়ার্ড থেকে কর্মী সমর্থকরা রোড শো’য়ে অংশ নিয়েছিলেন। বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল করে টাউন হলের সামনে এসে জড়ো হয় সবাই। তারপর সেখান থেকেই বেড় হওয়া রোড শো এর জন্য। মন্ত্রী অরূপ বিশ্বাস স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, বর্ধমান দক্ষিণের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় প্রমুখরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ মঞ্চের আচ্ছাদন ভেঙে আহত, হাসপাতালে গেলেন মোদি
অরূপবাবু বলেন, মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভায় দশ হাজারের জমায়েত করতে ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড থেকে লোকজন আনতে হয়েছে। এখন আমাদের লড়াই সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে। মেদিনীপুরের সভায় বিজেপির সভামঞ্চ ভেঙে যাওয়া প্রসঙ্গে বলেন, উচ্ছৃঙ্খল দল, মঞ্চ তো ভাঙবেই। এই মঞ্চ ভাঙার মধ্যে দিয়ে মোদি জেনে গেলেন বাংলায় বিজেপির কোনো ঠাঁই নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584