নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে নতুন রাস্তা নির্মানের এলাকা পরিদর্শন

0
51

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

to respect election commitment visit new road construction area
নিজস্ব চিত্র

পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রাম বাসিদের বেশ কিছু দাবি পূরনের আশ্বাস দিয়েছিলেন তৎকালীন উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের সদস্য তথা তৃনমূল নেতা জাভেদ আখতার।জয়ী হলে নিজ নির্বাচনী এলাকার বেশ কিছু কাঁচা রাস্তা পাকা ও ছোট ব্রিজ নির্মানের নির্মান করে দেবেন বলে কথা দিয়েছিলেন।নির্বাচনে জয়ী হয় জাভেদ আখতারের স্ত্রী তথা উত্তর দিনাজপুর জেলা সহকারি সভাপতি ফারাত বানু। সাধারন মানুষকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাস্তা ও ছোট ব্রিজ নির্মানের উদ্যোগী হল জেলা পরিষদ।সেই মোতাবেক দারিভিট স্কুলের পাশ থেকে ব্যাঙ্গল টু ব্যাল রাস্তার সংযোগ দেড় কিলো মিটার রাস্তার কাজ শুরু হবে।সেই নব নির্মান শুরুর পূর্বে সরজনিমে খতিয়ে দেখতে যান তৃনমূল নেতা জাভেদ আখতার ও জেলা পরিষদের সহকারি সভাপতি ফারাত বানু।আগামী কিছু দিনের মধ্যে এই রাস্তার কাজ শুরু হবে। এই রাস্তার কাজ সম্পন্ন হলে ছাত্র ছাত্রী থেকে শুরু করে গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।

to respect election commitment visit new road construction area
নিজস্ব চিত্র

আরও পড়ুন: কালিয়াগঞ্জ কলেজের সুবর্ণজয়ন্তী পূর্তি অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়নের আহ্বান

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here