প্রার্থী তালিকা ঘোষণা তৃণমুলের, নন্দীগ্রাম থেকে লড়ছেন মমতা

0
73

নিজস্ব সংবাদদাদাতা, কলকাতাঃ

২০২১ বিধানসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ২৯১ কেন্দ্রের তালিকা প্রকাশ করছেন দলনেত্রী। পাহাড়ের তিন কেন্দ্রে লড়বে তৃণমূলের জোটসঙ্গী।

WB CM | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

প্রার্থী ঘোষণা উপলক্ষ্যে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, “২৯১ টি আসনের প্রার্থী ঘোষণা করছি। কার্শিয়াং, দার্জিলিং এবং কালিম্পঙে আমাদের বন্ধুরা কাজ করবেন। এবার ভোটে তৃণমূলের মহিলা প্রার্থী ৫০ জন, মুসলিম প্রার্থী ৪২ জন। তফসিলি জাতি প্রার্থী ৭৯ জন, তফসিলি উপজাতি প্রার্থী ১৭ জন।“

একই সাথে তিনি জানান, “মানুষ যা পছন্দ করেন, সবটা আমরা করতে পারি না তো। আমরা এবার বিধান পরিষদ তৈরি করবো। সেখানে আমাদের যে সব বিদায়ী বিধায়ক এবার তালিকা থেকে বাদ পড়লেন তাঁদের সদস্য করে নিয়ে আসব।“

Mamata Banerjee | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

পাশাপাশি তিনি জানান, “আমি নন্দীগ্রাম থেকে লড়ছি। যা প্রতিশ্রুতি দিয়েছি তা করব। ভবানীপুরে দাঁড়াচ্ছি না। ভবানীপুরে দাঁড়াচ্ছেন শোভনবদেব চট্টোপাধ্যায়। ওটা আমার হাতের মুঠোর আসন। প্রচুর চিকিৎসক, অধ্যাপক আমাদের হয়ে দাঁড়াচ্ছেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে টিকিট দেওয়া হয়েছে। এবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। মা-মাটি-মানুষের প্রতি আস্থা রাখার আবেদন করব।

আরও পড়ুনঃ লিড দিলে মিলবে ইনাম! সরব সুজন শমীক

তৃণমূল কংগ্রেসই একমাত্র বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এক নম্বরে রাজ্যকে তুলে নিয়ে যেতে পারব। আমফান, করোনাভাইরাসে ভালো কাজ হয়েছে। দু’ এক জায়গায় সমস্যা হয়েছে। সেগুলো নিয়ে চেঁচামেচি হয়েছে। কিন্তু দেখেছেন আমি সব ঠিক করে দিয়েছি।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here