খাবারের মান যাচাই করতে জেলাশাসক নিজেই বসে গেলেন ছাত্রছাত্রীদের সাথে

0
105

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

বুধবার উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ মিনা জেলার বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয়ের ছেলে মেয়েদের কেমন ধরনের খাবার দেওয়া হচ্ছে তা সরেজমিনে দেখতে যান। বিভিন্ন বিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে মিড-ডে মিলের খাবার নিয়ে কোন সমস্যা থাকলে তাও তিনি মনযোগ সহকারে শোনেন।উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ মিনা এক সাক্ষাৎকারে এই প্রতিবেদককে বলেন যে তিনি আজ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয়ে এক সাথে বসে খাবার খেয়েছেন।তিনি বিদ্যালয়ে খবর না দিয়েই চলে গেছেন।বিদ্যালয় ছাত্র ছাত্রীদের যে প্রতিদিন খাবার দিচ্ছে তার মান খুব ভালো।

নিজস্ব চিত্র

জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জানান জেলার ৯৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আনুমানিক ২০০টি বিদ্যালয়ে তিনি সহ তার অফিসাররা মিড-ডে মিলের খাবারের মান পরীক্ষা করেছেন। বুধবার কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক মঃ জাকারিয়া এক সাক্ষাৎকারে জানান তিনি সহ তার দপ্তরের আধিকারিকরা মিলে
২০টি বিদ্যালয়ে গিয়ে মিড-ডে মিলের মান পরীক্ষা করছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here