সুদীপ পাল,বর্ধমানঃ
গত বুধবার অপহৃত হয়েছিলেন পুরুলিয়ার বৃন্দাবনপুর পঞ্চায়েতের জয়ী বিজেপি সদস্য সৌমেন মন্ডল। তারপর থেকে কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। অপহরণকারীদের হাত থেকে কোনরকমে পালিয়ে পানাগড় সেনাছাউনিতে এসে প্রাণে বাঁচলেন সৌমেন। তিনি বলেন, ‘তৃনমুল দুষ্কৃতিরা একটি গাড়ি করে দুর্গাপুরের দিকে আমায় নিয়ে যাচ্ছিল। তারা আলোচনা করছিল খুন করে কোন জঙ্গলে তার দেহ ফেলে দেওয়া হবে । এই শুনে আমি আতঙ্কিত হয়ে পড়ি। আমার নজরে পড়ে সেনা ছাউনি।’ এরপর মূত্রবিয়োগ করার নাম করে গাড়ি থেকে নেমে সোজা দৌড়াতে থাকেন সেনা ছাউনির দিকে।
চৌকিতে প্রহরারত সেনা জওয়ানকে সমস্ত কথা জানানো হলে সেখান থেকে তাঁকে বেস ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে বিজেপি জেলা সভাপতি লক্ষণ ঘরুই, বিজেপির স্থানীয় নেতা রমন শর্মা সহ একাধিক নেতা উপস্থিত হন। এই ঘটনাকে বিজেপির উত্তরপ্রদেশীয় আষাঢ়ে গল্প বলে কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব। বুদবুদ থানার হাতে সেনারা বিজেপি সদস্যকে তুলে দিতে চাইলেও বুদবুদ পুলিশ সৌমেনকে নিতে আসেনি বলে অভিযোগ করেন বিজেপি জেলা সভাপতি লক্ষন ঘরুই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584