পিয়া গুপ্তা,বালুরঘাটঃ
সুপার স্পেশালিটি হাসপাতাল” এই নামের সাথে সামঞ্জস্য রেখে আজ থেকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের চক্ষু বিভাগে চালু হলো ফেকো সার্জারি।এতদিন দক্ষিন দিনাজপুর জেলার মানুষকে যেখানে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ করে এই অপারেশনের হত অনত্র।সেখানে এবারে এই অপারেশনের জন্য একদিকে যেমন আর বাইরের জেলায় ছুটতে হবেনা জেলার মানুষকে।
তেমনি একদম বিনে পয়সায় এখন থেকে এই অপারেশনের মধ্যমে পরিষেবা তারা পাবেন।যা জেলাবাসির কাছে হাসপাতাল মারফত চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এক আলাদা মাত্রা যোগ করল।
এই হাসপাতাল উদ্বোধনের পর থেকেই এই হাসপাতালের বিভিন্ন বিভাগকে ঢেলে সাজানোর কাজ মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন,যাতে জেলার মানুষকে চিকিৎসার প্রয়োজনে বাইরের জেলায় ছুটতে না।এই হাসপাতালের চক্ষু বিভাগে প্রায় ২০ লক্ষ টাকা ব্যায়ে এই অত্যাধুনিক ফেকো ইমালশিফিকেশন সার্জারি যন্ত্র বসানো হয়েছে।
যাতে জেলার চক্ষু রোগীরা বিনে পয়সায় অত্যাধুনিক অপারেশন যন্ত্রের মধ্যমে এই রোগের অপারেশন করিয়ে আবার পুর্বের ন্যায় দৃষ্টি শক্তিতে ফিরে যেতে পারেন।
আরও পড়ুনঃ অজানা জ্বরে মৃত যুবক পশ্চিম মেদিনীপুরে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584