রাখী বসু
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা…..জীবনানন্দ থেকে শুরু করে হালের শ্রীজাত কে না বিমোহিত হয়েছে মাথা ভরা ঘনকালো সৌন্দর্যে। তবে দূষনের জন্য আমাদের চুলের ক্ষতি হচ্ছে। সেই ক্ষতি থেকে বাঁচতে ঘরোয়া একটা উপায়কে আপন করে নিতে পারেন।
উপকরণ – কারিপাতা,লেবুর রস ,নারকেল তেল
প্রথমে সতেজ কারিপাতা ছিঁড়ে একটা পাত্রে রাখা হলো । ৩ চামচ নারকেল তেলে কারি পাতা দিয়ে কিছু সময় গরম করতে হবে। কারি পাতাটা কালো হতে শুরু করলে আঁচটা বন্ধ করে দিতে হবে। এবার তেলটা ঠান্ডা করে রাখতে হবে তারপর লেবুর রস মেশাতে হবে ২ চা চামচ । মিক্সটা মাথার স্ক্যাল্প এ মালিশ করতে হবে ৩০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে ।
এই রকম সপ্তাহে ২ দিন লাগালে প্রাকৃতিক উপায়ে চুল হয়ে উঠবে কালো। আর স্ক্যাল্প পিগমেন্টেশন সমস্যাও অনেকখানি দূরে থাকবে ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584