ল্যাংচা বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে দরবার

0
110

সুদীপ পাল,বর্ধমানঃ

২ নম্বর জাতীয় সড়ক ছয় লেন করা হবে তাই  পূর্ব বর্ধমান জেলায় ৬২-৬৫ একর জমি অধিগ্রহণ করা প্রয়োজন কিন্তু তার জেরে বর্ধমানের বিখ্যাত ল্যাংচা ব্যবসা কার্যত ধ্বংসের মুখে। পানাগড় থেকে ডানকুনি পর্যন্ত এই সম্প্রসারণ হবে। এখন জাতীয় সড়ক রয়েছে চার লেনের যা মোট পঁয়তাল্লিশমিটার চওড়া। চার লেন থেকে ছয় লেন করা হলে তখন  জাতীয় সড়ক ষাট মিটার চওড়া হবে। ভাঙা পড়বে আমড়া বা শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলি।

নিজস্ব চিত্র

শক্তিগড় ল্যাংচা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রাধাকৃষ্ণ প্রামাণিক বলেন, কেবলমাত্র আটত্রিশটি ল্যাংচার দোকানই নেই। তার সঙ্গে ছোটবড় কারখানা সহ অন্যান্য দোকানও রয়েছে। ২০০৪ সালে জাতীয় সড়ক সম্প্রসারণের সময় শক্তিগড়ের বাজার প্রথম দফায় ক্ষতিগ্রস্থ হয়েছিল এরপর ফের ক্ষতির মুখে আমরা দাঁড়িয়ে আছি। পিলার তুলে এলিভেটেড করিডর নির্মাণ করা হবে কিনা তা নিয়েও আলোচনা চলছে কারণ  জাতীয় সড়কের নীচে দোকানঘর হলে  দোকানগুলির কোনও গুরুত্বই থাকবে না।

নিজস্ব চিত্র

ল্যাংচার বাজার যাতে ধ্বংস না হয় সেজন্য ২১ জুলাইয়ের সভার পর শক্তিগড়ের ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থও হতে চলেছেন বলে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here