বদরুল আলম, বাঁকুড়া:
বাঁকুড়া জেলা পুলিশ বিশেষ, বিশেষ ক্ষেত্রে নজরদারী চালাতে এবার ড্রোন কেনার তোড়জোড় শুরু করল ।আজ কলকাতা থেকে একটি সংস্থা বাঁকুড়া পুলিশ লাইনে এসে ড্রোন নিয়ে ডেমনস্ট্রেশন দেয়।বাঁকুড়ার জঙ্গল মহল এলাকা বিশেষ করে মাও অধ্যুষিত এলাকার জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে আকাশ পথে নজরদারী চালাতে ড্রোন কাজে লাগলে মিলবে বাড়তি সুবিধা । পাশাপাশি জেলার বড়ো মেলা, পুজো, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে বা নির্বাচনের সময় নজরদারীর ক্ষেত্রে ড্রোন কে ব্যবহার করা যাবে।জানা গেছে ,এই ড্রোন প্রয়োজনে ঘন্টায় ৭০ কিমি বেগে আকাশ পথে নজরদারী চালাতে সক্ষম। তাই, ড্রোন কেনার পথে হাঁটছে বাঁকুড়া জেলা পুলিশ।
জেলার পুলিশ সুপার সুখেন্দু হীরা বলেন, জেলা পুলিশের প্রযুক্তিগত আধুনিকীকরণের জন্যই ড্রোন কেনার চিন্তাভাবনা।জানা গেছে,এক একটি ড্রোনের দাম পড়বে প্রায় তিন লক্ষ টাকা।
প্রসঙ্গত , দক্ষিণবঙ্গে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া এই জঙ্গলমহলের তিন জেলার মধ্যে বাঁকুড়া প্রথম ড্রোন ব্যবহারের তোড়জোড় শুরু করল।তবে, দক্ষিণবঙ্গের বীরভূম জেলা সম্প্রতি কৌশিকী অমাবস্যায় ড্রোন দিয়ে নজরদারী চালিয়ে ভালো সাড়া পায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584