নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে গুলি করার কয়েক ঘণ্টা বাদেই এক অভিযুক্তের বাড়ি ভাঙচুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার কোচবিহার শহরের ষ্টেশন মোড় সংলগ্ন এলাকায় তৃণমূল ছাত্র পরিষদের নেতা মাজিদ আনসারিকে গুলি করার ঘটনা ঘটে। ওই দিন রাতেই শহরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জীৎ সাহানি নামে গুলি কাণ্ডে অভিযুক্ত এক বাসিন্দার বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
তবে ওই ঘটনা নিয়ে পুলিশে কোন অভিযোগ দায়ের হয় নি বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই ঘটনার পর সঞ্জিৎ সাহানির পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে তালা ঝুলিয়ে চলে যান। এরপরেই ৫০/৬০ জন লোক মোটর সাইকেল নিয়ে এসে ওই বাড়িতে ভাঙচুর চালায়। তবে ভাঙচুরের সঙ্গে কারা জড়িত, এব্যাপারে স্থানীয় কেউ মুখ খুলতে রাজী হন নি।
শুক্রবার বিকেলে কোচবিহার শহরের ষ্টেশন মোড় সংলগ্ন কোচবিহার তুফানগঞ্জ রোডে প্রথমে গুলি কাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় গুলি বিদ্ধ কোচবিহার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তথা তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের আহ্বায়ক মজিদ আনসারি গুরুতর ভাবে আহত হন। তিনি এখন শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওই ঘটনায় অভিজিৎ দাস, নবাব হেতাত্তুলা ও সঞ্জিৎ সাহানিকে অভিযুক্ত করা হয়। যদিও এখনও পর্যন্ত পুলিশ ওই তিন অভিযুক্তের আকুকেই গ্রেপ্তার করতে পারে নি। কোচবিহার পুলিশ সুপার ভোলানাথ পান্ডে জানিয়েছেন, তাদের গ্রেপ্তার করতে তল্লাশি চালানো হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584