ধর্মঘটের সমর্থন, বিরোধীতায় উত্তাল মেদিনীপুর

0
120

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

for support strike heated midnapore
ধর্মঘটের বিরোধিতা করে মিছিল।নিজস্ব চিত্র
for support strike heated midnapore
স্তব্ধ বাসস্ট্যান্ড।নিজস্ব চিত্র

বেলা বাড়ার সাথে সাথে ধর্মঘটকে কেন্দ্র করে উত্তাল হল মেদিনীপুর।মেদিনীপুরের কেরানি তলায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বনধ কারীরা।পুলিশ এসে আগুন নেভায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।চৌমাথার মোড়ে টায়ারে আগুন ধরিয়ে দেওয়ায় চারিদিকের গাড়ি আটকে যায় সৃষ্টি হয় ব্যাপক যানজটের।অন্যদিকে মেদিনীপুর শহরের সরকারি বাস ডিপো বন্ধ করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয় পশ্চিম মেদিনীপুর জেলা এস এফ আই এর সম্পাদক প্রসেনজিৎ মুদি এবং মানস দাস।পুলিশের লাঠিপেটায় আঙ্গুল ফেটে গেছে প্রসেনজিৎ মুদির।

এই বন্ধের ফলে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই কিছু কিছু দোকান মালিকেরা আতঙ্কে দোকান বাজার খোলেনি,পরে জেলা পুলিশ দাঁড়িয়ে থেকে দোকান বাজার খুলে দিচ্ছেন,এমনই চিত্র উঠে এল আমাদের ক্যামেরায়,মেদিনীপুরে এলআইসি মোড়ে পুলিশ নিজে বন্ধ দোকান খুলে দিচ্ছে।
অন্যদিকে এই বন্ধকে বিরোধিতা করে জেলা জূড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল করে বিরোধিতা করে,এই দিন সকাল বেলায় মেদিনীপুর শহরের মিছিল পরিক্রমা করে।

for support strike heated midnapore
আক্রান্ত রক্তাক্ত হাত।নিজস্ব চিত্র
for support strike heated midnapore
পুলিশ দাঁড়িয়ে খোলা হচ্ছে দোকান।নিজস্ব চিত্র

আরও পড়ুন: ধর্মঘটে কার্যত সচল বহরমপুর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here