নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বেলা বাড়ার সাথে সাথে ধর্মঘটকে কেন্দ্র করে উত্তাল হল মেদিনীপুর।মেদিনীপুরের কেরানি তলায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বনধ কারীরা।পুলিশ এসে আগুন নেভায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।চৌমাথার মোড়ে টায়ারে আগুন ধরিয়ে দেওয়ায় চারিদিকের গাড়ি আটকে যায় সৃষ্টি হয় ব্যাপক যানজটের।অন্যদিকে মেদিনীপুর শহরের সরকারি বাস ডিপো বন্ধ করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয় পশ্চিম মেদিনীপুর জেলা এস এফ আই এর সম্পাদক প্রসেনজিৎ মুদি এবং মানস দাস।পুলিশের লাঠিপেটায় আঙ্গুল ফেটে গেছে প্রসেনজিৎ মুদির।
এই বন্ধের ফলে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই কিছু কিছু দোকান মালিকেরা আতঙ্কে দোকান বাজার খোলেনি,পরে জেলা পুলিশ দাঁড়িয়ে থেকে দোকান বাজার খুলে দিচ্ছেন,এমনই চিত্র উঠে এল আমাদের ক্যামেরায়,মেদিনীপুরে এলআইসি মোড়ে পুলিশ নিজে বন্ধ দোকান খুলে দিচ্ছে।
অন্যদিকে এই বন্ধকে বিরোধিতা করে জেলা জূড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল করে বিরোধিতা করে,এই দিন সকাল বেলায় মেদিনীপুর শহরের মিছিল পরিক্রমা করে।
আরও পড়ুন: ধর্মঘটে কার্যত সচল বহরমপুর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584