নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
করোনার কবলে গোটা পৃথিবী। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও জাঁকিয়ে বসেছে এই ভাইরাস। ক্রমশ বাড়ছে সংক্রমিত ও মৃতের সংখ্যা। এদিকে করোনা মোকবিলার জন্য দীর্ঘদিন দেশজুড়ে লকডাউন জারি থাকায় দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়ছিল।

এরপর অর্থনীতিকে চাঙ্গা করতে শুরু হয় আনলক পর্ব। ধাপে ধাপে খুলতে শুরু করে ধর্মীয় স্থান, শপিং মল। ঘুরতে যাওয়ার জায়গাগুলিও খুলতে শুরু করে ধীরে ধীরে। কোভিড-১৯ আবহে জঙ্গলে ঘুরতে যাওয়ার অনুমতিও দেওয়া হয় পর্যটকদের।
আরও পড়ুনঃ স্বাস্থ্যবিধি মানতে গিয়ে ফলস বুকিংয়ে আর্থিক ক্ষতিতে মেট্রো, বাড়ানো হচ্ছে ই-পাসের সংখ্যা
তবে রবিবার ফালাকাটায় বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “করোনা পরিস্থিতির কারণে আমাদের বন বাংলো, লজ, ওয়াচ টাওয়ার সহ সবকিছু স্যানিটাইজ করতে হচ্ছে। এখন যাঁরা করোনা আক্রান্ত হচ্ছেন তাঁরা অনেকেই উপসর্গহীন।
আরও পড়ুনঃ বাড়ল কলেজগুলিতে স্নাতকস্তরে ভর্তির সময়সীমা
ফলে এই কঠিন সময়ে চারজন পর্যটক নিয়ে হাতি সাফারি ঝুঁকি হয়ে যাবে। তবে জঙ্গলে ছ’জনকে নিয়ে কার সাফারিও হয়। একটি করে আসন ছেড়ে দিয়ে কার সাফারি চলবে। জঙ্গল খোলার ১৫ দিন পর রিভিউ মিটিং করে পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584